আজ দৈনিক আমাদের সময় পত্রিকার একটি খবর পড়ে মনটা কেঁদে উঠলো!
গরীব কিশোরী "ফেলানী' কে, ভারতীয় বর্বর বি এস এফ কতৃক প্রথমে গুলি করে আহত করা, আহত ফেলানীকে উপুর্যপরী ধর্ষন করা! পরবর্তীতে হত্যা করে লাশ কাটাতারের বেড়ায় জনসম্মুখে ঝুলিয়ে রাখা মধ্যযূগীয় বর্বরতাকে হার মানায়! এই আমাদের বন্ধু ভারত! সরকারের দেরীতে প্রতিবাদ দেশপ্রমিক জনগনকে ভাবিয়ে তুলেছে। সরকার কি জণগনের প্রতি আদেও আন্তরিক? সরকার এদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে পদক্ষেপ নিয়েছে, তাকে নতজানু বলতে হবে।
স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে বলে ভারতের বি এস এফ ইচ্ছামত মানুষ খুন করবে, 'ফেলানীদের' ধর্ষণ করবে, এটা মানা যায় না।
আমাদের সকলকে এবিষয়ে সোচ্চার হওয়া দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



