আমার মালয়শিয়া যাবার প্রথম সম্ভবনা দেখা দেয় যখন এক বন্ধুর কাছ থেকে জানতে পারি এয়ার এশিয়া খুব সস্তায় ঢাকা- কুয়ালালামপুর ফ্লাইটে দিচ্ছে । এয়ার এশিয়ার ওয়েব সাইট ভিজিট করার সাথে সাথে চুরান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি।তখন বাংলাদেশ- চীন সম্মেলন কেন্দ্রে টুরিজমের উপর একটি মেলা চলছিল। চলে গেলাম সেখানে, যেহেতু আমার ক্রেডেট কার্ড নেই তাই কোন ট্রাভেল এজেন্টের কাছ থেকে টিকেট কেনার জন্য খোঁজ করতে থাকলাম, একের জনের কাছে একেক দাম।
যাক টিকেট তো পেলাম
চলবে....
দ্বিতীয় পর্ব
৩য় পর্ব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


