
দেশ যখন ক্রান্তিকালে বা সংকটে উপনীত হয়, তখন পুরনো চিন্তা, কৌশল ও অবস্থান আঁকড়ে থাকলে হয় না। বিষয়টা দেশের পলিটিক্যাল এনালিস্টদের উদাহরণ দিয়েই বুঝিয়ে দেই..
গত এক বছরে দেশ দারুণ সংকটময় পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এসময় যেমন মাসুদ কামাল, জিল্লুর রহমান, মঞ্জুরুল আলম পান্না, আতিকুর রহমান পূর্ণিয়ার মতো মানুষেরা নিজেদেরকে সময়ের সাথে সাথে পজিটিভলি চেঞ্জ করতে পেরেছেন, সেটা পারেননি ডাঃ জাহেদুর রহমান, তাসনিম খলিলের মতো মানুষেরা। যে চারজনের নাম প্রথমে উল্লেখ করলাম, ওনারা কিন্তু আওয়ামী আমলে লীগের অনেক সমালোচনা করেছেন, বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু বর্তমান সময়েও নিজেদের রিশেপ করতে পেরেছেন, যা পারেননি ডাঃ জাহেদুর রহমানের মতো লোকেরা!
মাসুদ কামালরা নিজেদেরকে যে রিশেপ করতে পেরেছেন, সেটাই সচেতনভাবে নিজেদের অবস্থান ঠিক করার উদাহরণ। যারা সেটা পারেননি, তাদের অবস্থান বর্তমান মুহূর্তে অনেক ক্ষেত্রেই সঠিক থাকছে না। যেসব পলিটিক্যাল এনালিস্টের নাম বললাম, তাদের ভিডিও বা টক শো যারা নিয়মিত দেখেন, তারা বিষয়টা রিলেট করতে পারবেন। শুধু পলিটিক্যাল এনালিস্ট নয়, একই কথা প্রযোজ্য দেশের সকল নাগরিকের জন্যই! এই সংকটময় মুহূর্তে চিন্তা ও পরিকল্পনা কী হবে, শত্রুমিত্র কীভাবে ঠিক করবেন- এসব বোঝা সবার জন্যই দারুণ গুরুত্বপূর্ণ!
সময়ের প্রয়োজনে, সংকটের মুখে, দেশের প্রয়োজনে নিজেদের রিশেপ করা, মোডিফাই করার কাজ যারা করতে পারেন, তারাই আসলে প্রকৃতি দেশপ্রেমিক এবং সত্যনিষ্ঠ বিশ্লেষক হতে পারেন। যারা সেটা পারেন না, তারা সেটা তো পারেনই না...!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


