প্রথম কবে দেখেছিলাম তোমায়
বলতে পারো?
রাস্তার একপাশে ফুটপাতের উপর দাড়িয়েছিলে।
কারো জন্য অপেক্ষা করছিলে হয়তোবা?
হাতে ছিল কোন বাগান থেকে সদ্য ছেড়া
একটা নীল অপরাজিতা।
চুলে ছিল প্রশান্তের ঢেউ,
দুচোখে ছিল সলজ্জ হাসি,
মুখে ছিল সাদা মেঘের সিগ্নতা,
আর সর্বাঙ্গে ছিল আশ্চর্য সম্মোহনী শক্তি।
প্রথম কবে ছুয়েছিলাম তোমায়
বলতে পারো?
কোন এক নাম না জানা মহাসাগরের
পাশ ঘেসে বয়ে যাওয়া সমূহের পাশে বসে,
তোমার কোলে মাথা রেখে
সূর্যাস্ত দেখতে দেখতে
আলতো করে ছুয়েছিলাম
লাল আলতায় রাঙানো
তোমার কোমল হাত দুটো।
সেই প্রথম সেই শেষ
আর ছোয়া হয়নি কভু।।
প্রথম কবে ভালবেসেছিলাম তোমায়
বলতে পারো?
কোন এক বর্ষার মাসে
হুড তোলা রিকশায় বসে
ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে
ঘুরেছিলাম সারা শহর।
অসামান্য আনন্দের মাঝে
বুঝেছিলাম সেদিন
ভালবাসি তোমায় আম.
চোখে চোখ রেখে তাই বলেছিলাম
আমার না বলা সব কথা
একনিমিষে তোমার কাছে।
জানিনা বুঝতে পেরেছিলে কিনা
সেই প্রথম ভালবেসেছিলাম তোমায়
সেই প্রথম বলা
আর সেই শেষ
আর বলা হয়নি কভু।।
প্রথম ও শেষ বিদায় কবে বলেছিলাম তোমায়
বলতে পারো?
চৈতালী না ফাল্গুনী জোস্নায়
ভরা পূর্ণিমার চাঁদটার দিকে
নিষ্পলক তাকিয়ে
দূর বহু দূর থেকে
তোমার কোন এক অজানা ঠিকানা থেকে
ঘুনে ধরা নড়বড়ে কোন এক ঘাটে শুয়ে
মৃত্যু অপেক্ষায় ক্লান্ত আমি,
কানে কানে নয়,
ধীরে ধীরে প্রায় ফিস ফিস করে
হৃদয় থেকে শুধু একটিবার বলেছিলাম
বিদায় তোমায়
নীল অপরাজিতা
তোমাকে বিদায়।।
লেখার সময়কাল:০১/০৪/০৪ ৮:৩০ পুর্বাহ্ন
বিঃদ্রঃ এই লেখাটা পূর্বে আমারব্লগ নামকে সাইটে প্রকাশিত হয়েছিলো। অনেকদিন সামুতে কোন লেখা দেওয়া হয়নি বলে নতুন বোতলে পুরানো মদ দিলাম। নতুন বছর সবার জন্য বইয়ে আনুক নতুন সম্ভাবনা। সবাই ভালো থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


