
বিশ্বাসঘাতকদের এক আশ্চর্যজনক ক্ষমতা হচ্ছে, এরা খুব সহজে যে কারো বিশ্বাস অর্জন করতে পারে! এদের মিষ্টি মিষ্টি কথা এবং অভিনব প্রতিশ্রুতির জালে অনেকেই ফেঁসে যায়। প্রতিনিয়ত মিথ্যা আশ্বাস দিয়ে এরা মানুষকে ধোঁকা দেয় এবং তাদের বিশ্বাস অর্জন করে। তাদের কথার মধুরতা এবং চটপটে বুদ্ধি মানুষকে আকৃষ্ট করে, এবং মানুষ সহজেই তাদের ফাঁদে পা বাড়ায়।
বিশ্বাসঘাতকদের প্রধান লক্ষ থাকে নিজের স্বার্থ সিদ্ধি করা। শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য এরা যেকোনো পন্থা অবলম্বন করতে পারে। এরা স্বার্থপর এবং নিজের ভালো থাকার জন্য অন্যদের আবেগ, অনুভূতি এবং বিশ্বাসকে নিঃসংকোচে ব্যবহার করে। একজনের কাছে যতটুকু ভালো থাকে, তার থেকে আরেকটু বেশি ভালো থাকার সুযোগ পেলেই এরা পুরোনো সম্পর্ক ভেঙ্গে দিয়ে নতুন সম্পর্ক গড়ে তোলে। এদের কাছে সম্পর্কের স্থায়িত্ব এবং বিশ্বাসের মুল্য তেমন নেই, বরং নিজের ভালো থাকার ইচ্ছাটাই প্রধান।
বিশ্বাসঘাতকরা কখনোই কাউকে ভালো রাখার ক্ষমতা রাখে না। এরা নিজে কোনো কিছুতেই শান্তি পায় না এবং অন্যকেও শান্তিতে থাকতে দেয় না। তাদের মনের ভেতর একটা অস্থিরতা এবং অশান্তি কাজ করে যা কখনোই শেষ হয় না। তাদের জীবনের লক্ষ্যই হলো স্বার্থপর ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা, তা যতক্ষন না অন্যের ক্ষতি করেও।
সত্যি বলতে, বিশ্বাসঘাতক কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। তারা যেখানেই সুবিধা পায়, সেখানেই তাদের নতুন শিকার খোঁজে। বিশ্বাসঘাতকদের চরিত্রে পরিবর্তন আসে না, বরং তাদের ধোঁকা দেয়ার পদ্ধতিতেই নতুনত্ব আসে। তাই, তাদের থেকে সাবধান থাকা এবং তাদের মিষ্টি কথার ফাঁদে না পড়াই শ্রেয়।
এই বিষয়টি আমাদেরকে শেখায় যে, আমাদের বিশ্বাস এবং আস্থা কার ওপর রাখছি তা অনেক সচেতনভাবে নির্ধারণ করতে হবে। শুধুমাত্র মিষ্টি কথা এবং চটকদার প্রতিশ্রুতি নয়, বরং একজনের সত্যিকারের আচরণ এবং কর্মকান্ডের ওপর ভিত্তি করেই আমাদের বিশ্বাস স্থাপন করা উচিত।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


