মুভি; সানাম তেরি কাসাম
পরিচালক; রাধিকা রাও এবং বিনয় সাপ্রু
অভিনয়ে; হর্ষবর্ধন , মাওরা, মুরলি শর্মা প্রমুখ
আমাদের সমাজে একটা রীতি রয়েছে, বাড়ির বড় সন্তানের আগে বিয়ে হতে হবে।
তারপর বাড়ির অন্য সন্তানের।
এই রীতি অনুসরন করতে গিয়ে সবচে বিপাকে পড়ে মেয়েরা।
আর বাড়ির বড় মেয়ে যদি গ্ল্যামারাস না হয়, তাহলে তো সে বিপদ আরো বেড়ে যায়।
বড় মেয়ের জন্য ছোট মেয়ের বিয়ে আটকে যায়।
তখন সেই বড় মেয়েটি কোন সম্মান ই থাকেনা পরিবারের কাছে।
এরকম ই একটি পরিবারের মেয়ে সরস্বতী ।
যাকে দেখতে আসলে বড় পক্ষের লোকজন পারলে পালায়।
কি করবে সরু?
সরুর প্রতিবেশি ইন্দর যার গারলফ্রেন্ড একটি পার্লার চালায়।
সরু চায় যে, সেই ইন্দর যেন তার গারলফ্রেন্ডের কাছ থেকে এপয়েন্মেন্ট এনে দেয়।
সরু নিজেকে মেক ওভার করতে চায়।
এর জন্য সে ইন্দরের সাথে দেখা করতে তার ফ্ল্যাটে যায়। এবং সেখানে ঘটে কিছু বিপত্তি।
ইন্দরের গারলফ্রেন্ড সেখানে চলে আসে এবং ইন্দরকে ভুল বুঝে আঘাত করে।
যার ফলশ্রুতিতে ইন্দরের সেবা করার জন্য সরুকে সেখানেই থাকতে হয়।
এবং সেই এপ্যারট্মেন্টের সবাই সরুকে ভুল বুঝে এমনকি তার বাবা ও তাকে ত্যায্য করে।
এখন কোথায় যাবে সরু?
এমনি ঘটনা নিয়ে এগিয়েছে সানাম তেরি কাসামের গল্প।
মুভি টা নিয়ে কোনরকম প্রত্যাশা ছিলনা।
সেই দিক থেকে খুব অবাক হয়েছি এই মুভি দেখে।
নির্মাণ , ব্যাকগ্রাউন্ড মিউজিক, নতুন অভিনেতাদের কাছ থেকে এমন ভালো অভিনয় আশা করেনি।
ওইদিকে মিউজিকে হিমেশ রেশ্মিয়ার সুর করা গান গুলো ও খারাপ ছিলনা।
সব মিলিয়ে বলা যায়, এই মুভি হয়ত বক্স অফিসে ওইভাবে সফল হবেনা, কিন্তু এই মুভি দিলওয়ালে ,
প্রেম রাতান ধান পায় থেকে অনেক গুন ভালো ।
Imdb rating; 7.4
My rating 4.5/5 ………………….

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



