তবুও বলবো আমি ভাল আছি। শেষ অব্দি তুমি এলেনা। কারণ আামাকে নিয়ে তোমার বিশ্বাসের ভিতটা কখনই মজবুত ছিলনা। আমার ওজনে তোমার বিশ্বাসের ডালপালা ভেঙে যাবে, এমন আশংকা তোমার রয়েই
গেল। তোমার এত যতনের চাষাবাদ জমিতে বরাবরই আমি আগাছাই থেকে গেলাম। তাইতো বার বার উপড়ে ফেলেছো আমায়। তোমার পৃথিবীতে আমার অস্তিত্বটাকে কেটেকুটে পোস্টমরটেম করে যে আত্মপ্রসাদ পেয়েছো তা থেকে তোমায় বন্চিত করতে চাইনি। জানতাম বাধা দিয়ে লাভ হতোনা। কারণ তুমি আমাকে ছেঁটে ফেলতে মরিয়া। গুল্মলতার মত পরজীবি আমি, তোমার বেড়ে উঠাকে রুখবো, সে শক্তি তো নেই আমার।
আজ যখন দেখলাম বিশ্ব শান্তির দূত হয়ে কাজ করার স্বীকৃতিটা তোমাকে দেয়ার তোড়জোড় চলছে, তখন আমার প্রতিক্রিয়াটা কি হবে বা হতে পারে বা আমি হাটে হাড়িটা ভাঙবো নাকি এমন একটা আশংকায় তুমি চোখে কালো সানগ্লাস আর কানে এয়ার ফোন লাগিয়ে কৌশলে একটা বিশেষ দুরত্ব এবং দেয়াল তুলে দিয়েছো। আমি তা বুঝে গেছি। তবে আমি কি ভাবছি তা যদি একবারের মত ভাবতে, যেভাবেই আসুক তোমার পদক-পদবী-স্বীকৃতি, তাতে আমি ভীষণ আনন্দ পাবো........অন্তত একবারের মত আমার এ কথাটা বিশ্বাস কর। কারণ তোমার সকল প্রাপ্তিতে আমার কিছু না থাকলেও অন্তত: নি:শব্দ নীরবতায় ক'ফোটা জল, বুকভরা হা-হুতাশের ফোঁস ফোঁসানিটা হয়তো আছে। যা আমি অনেক চেষ্টা করেও আটকাতে পারিনি।
জানি এসব কথায় কান দেবার সময় মন একটুও তোমার বরাদ্দ নেই। উল্কার মত ছুটে চলছে তোমার রথ, চলতে থাকুক বিরতিহীনভাবে, তোমার সৃষ্টিতে তুমি ধন্য হও। তোমাতে তুমি শ্রেষ্ঠত্বে গন্য হও। দূরত্ব আর দূরত্বের দেয়াল আমাকে আাড়াল করুক ভূবনময়।
তারপরও বলবো আমি ভাল আছি..........কারণ তোমার ভাল থাকার খবর পেয়েছি !!
ভালো থেকো..............!!!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




