এ হাত ছুঁয়েছে রূপার হাত
এ হাতে আমি কি আর পাপ করতে পারি?
এ হাতে ছিলো অসংখ্য দুষ্টুমি
যখনি তা রূপার হাত ছুঁলো,
হাতটি হয়ে গেল
অদ্ভূত ভালোমানুষ।
মানুষে দেখেছে?
তো কি হয়েছে?
আরো দেখুক;জানুক-
রূপা,আমাকে ভালো নাইবা বাসলো
কিন্তু,এ হাত ছুঁয়েছে তাঁর হাত
আমার প্রেয়সীর নরম,কোমল,সিক্ত হাত-
এ হাতে আমি কি আর পাপ করতে পারি?
আসলে, সেই প্রথম ধরেছিলো আমার হাতটি
তাঁর আঙ্গুলে ছিলো আমার পরিয়ে দেয়া আংটি।
সে ধরেছিলো-
ধরে থাকলো
ছাড়াতে গেলো, পারলোনা।
কারণ,
দুষ্টুমি তখন আর দুষ্টুমি নেই-
মনে তখন কম্পমান কল্পনা।
বললো,ছেড়ে দাও-
বললাম,ছাড়বোনা।
চুপ রইলো।
আমার অত্যন্ত কঠিন হাতের মাঝে
তাঁর ভঙ্গুর হাতখানি ঘেমে উঠলো।
ঐ মূহুর্তে, কেউ যদি বলতো-
তোমাকে রাজদন্ড দেয়া হবে!
আমি ছাড়তামনা তাঁর হাত।
কেউ যদি বলতো,
তোমাকে সহস্র প্রেয়শী দেয়া হবে,
আামি ছাড়তামনা তাঁর হাত।
কেউ যদি বলতো,
তোমাকে অগনিত টাকা দেয়া হবে-
আামি ছাড়তামনা
আমার একান্ত মানুষটির হাত।
(প্রথম লাইন দুটি শ্রদ্ধেয় সুনীল গাঙ্গুলীর "এ হাত ছুঁয়েছে নীরার হাত, এ হাতে আমি কি আর পাপ করতে পারি?" -এর অনুকরণে লেখা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




