যারা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে আগ্রহী , কিন্তু ইনস্টলেশন করতে গিয়ে সমস্যায় পড়েছেন , তাদের জন্য আমার আমার এই পোস্ট।
১. প্রথমেই উবুন্টু iso ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে
View this link
২. iso ফাইলটি সিডিতে রাইট করে ফেলুন।
৩. সিডিটি সিডিরমে প্রবেশ করিয়ে পিসি রিস্টার্ট দিন ,আপনাকে একটি মানুয়্যল দেখাবে, সেখান থেকে Install Ubuntu সিলেক্ট করে নিন।
৪.
ল্যাংগুয়েজ সিলেক্ট করে Forward দিন।
৫.
আবারও Forward দিন।
৬.
"Specify partitions manually (advanced)" সিলেক্ট করুন এবং Forward দিন।
৭.
৮.
পার্টিশন সিলেক্ট করার পর Change বাটনে ক্লিক করুন , পার্টিশন সাইজ কমপেক্ষ ৫১২ মেগাবাইট(২ গিগার বেশি দেয়ার দরকার নেই) দিন , Use as: হিসেবে Swap area সিলেক্ট করুন এবং Ok দিন।
৯.
পার্টিশনের বাকি অংশ নিয়ে Ext partition তৈরি করুন। প্রথেম পার্টিশন সিলেক্ট করুন, Change বাটন ক্লিক করুন , Use as: হিসেবে Ext3 journaling file system সিলেক্ট করুন, Mount point হিসেবে / সিলেক্ট করুন এবং Ok দিন । তারপর Install Now বাটনে ক্লিক করুন। এরপর কিছু তথ্য যেমন সিটি, ইউজার নেম, পাসওয়ার্ড দিন।
ইনস্টলেশন শেষ হলে সিডি অটো বের হয়ে আসবে এবং সিডি বের করে Enter দিন।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১১ ভোর ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




