আমাদের গনি ভাই নেতা খুব বড়
তাই আজ সকলেই তার পিছু ধর ।
গনি ভাই নির্ভিক মহান নেতা
অসহায় গরিবের সেই মাতা-পিতা ।
পাড়ার সকল ছেলে আছে তার পিছু
বল-ব্যাট কিনতে টাকা লাগে কিছু ।
গোল্ড কাপ ফাইনাল তিন দিন পরে
ভাই প্রধান অতিথি শ্রদ্ধার ভরে ।
বিদ্ধান সংঘ জ্ঞানি গুনি ভরা
শেলফে কিছু নাই তেলাপোকা ছাড়া-
এলাকার সব লোক জ্ঞানের আলো পেতে
গনি ভাই কিছু চাই এই একুশেতে ।
এলাকার গাজারোরা হাসি-খুশি ভরা
বাবার মাজারে কাল ওরসিবে তারা-
গনি ভাই মাজারে চাদা দেয় কিছু
গাজারোরা তাই তার ছাড়েনাকো পিছু ।
বিরাট সন্ত্রাসি গাল কাটা বুলু
তার ভয়ে বাড়ি ছাড়া আসহায় কালু ।
ভয়ে তার ঘোড়েনা গাড়ির চাকা
গনি ভাই মাসে মাসে দেয় তারে টাকা ।
মসজিদ,মাদ্রাসা,স্কুল পাড়া
কিছুই চলেনা যেন তার টাকা ছাড়া ।
শোনেছি তার টাকা পাহাড় সমান
লোকে বলে এই সব তারই প্রমান ।
রিপোর্টার আসে এক হতে ঢাকা
জিজ্ঞাসে কোথা থেকে আসে এত টাকা?
গনি ভাই নির্ভিক,মহান নেতা
হেসে বলে সবই ঐ চেয়ারেতে লেখা ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




