ব্লগ্লে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একজন আরেকজনকে গালিগালাজ করতেছে আবার কেউ কেউ কারো কারো পরিবার নিয়ে কথা বলতেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। এর মধ্যে কেউ আবার ক্ষমা চাইতেছে। আপনাদের সবার পক্ষেই আমি। দুই পক্ষের হয়ে দূই পক্ষের কাছে ক্ষমা চাইতেছি। ক্ষমায় ক্ষমায় কাটাকাটি হয়ে গেলো।
এখানে কেউ আওয়ামী লীগ কেউ জামায়াত আবার কেউ বিএনপি করেন। আপনারা সবাই কিন্তু একই দেশের মানুষ। কিন্তু আপনাদের এই তর্ক বিতর্ক দেখে মনে হয় আপনারা দুইটা দেশের মানুষ। তাই আপনাদের অনুরোধ করবো এমন কোন পোস্ট করবেন না যেই পোস্ট এর কারনে তুমুল তর্ক বিতর্ক হয়।
আমি আগেই বলছি আমি কারো পক্ষে নেই। এই সাটটে কিছু লেখক আছেন খুবই জামায়াত বিরোধী লিখা লিখেন আবার এই লেখাগুলি প্রকাশ হওয়ার সাথে সাথে কিছু ব্লগার এর প্রতিবাদ করেন। তারপর শুরু হয় তুমুল তর্ক বিতর্ক। কি লাভ এইসব করে। আপনাদের এই তর্কে আওয়ামী লীগ এবং জামায়াত এর কোন লাভও হবে না ক্ষতিওহবে। মাঝখান দিয়ে আপনাদের মুল্যবান সময় নষ্ট। আমার কথায় কেউ রাগ হলেও করার কিছু নাই যা সত্যি তাই বলছি।
আপনাদের আবেদন জানাবো এমন কিছু ভালো লিখা লিখেন যা থেকে আপনারা আমরা সবাই উপকৃত হব।
এবার বলি যারা ধর্ম নিয়ে ইসলাম নিয়ে লেখেন যেমন ওয়ালী শাওন সহ আরো অনেকে আপনাদের অনুরোধ জানাবো আপনাদের লিখা এমন হওয়া উচিৎ যেই লেখাকে নিয়ে তর্ক বিতর্ক হবেনা। আপনাদের অনেক লেখাতেই দেখা যায় অনেক তর্ক বিতর্ক হচেছ। তার চেয়ে এই ধরনের লেখা না লিখাই ভালো।
অনেক ব্লগার দেখি যেমন মাসুদা ভাট্টি সহ আরো অনেকে কবিতা বা উপন্যাস এর নামে রাস্তায় পাওয়া চটি বই এর মতন লিখেন। হতে পারে আপনাদের কাছে সাহিত্য কিন্তু তাও চেস্টা করবেন মার্জিত রুচিশীল লেখা উপহার দিতে।
আজ এখানেই শেষ করি। আপনাদের সামনে আরো পরামর্শ দিবো। পরামর্শ গুলো নেয়া আপনাদের ব্যাপার । আরো বিস্তারিত লেখবো আগামী দিন গুলোতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



