কবিতা হয়তো হয় নাই তাও আইডিয়াটা ভাল লাগছিল
দুটি বাসের প্রেম
যখন মোরা কাছে আসি ভালবেসে
লোকে বলে প্রান কেন নেও কাছে এসে।
আমরা তখন দেই বলি আমাদের ভালোবাসা
থাকি দূরে দূরে পুষে রাখি মনের আশা।
ভাবি মানুষের তরে প্রান গেলেও সুখ
মোদের তরে পরের প্রান গেলে ভেঙ্গে যায় বুক।
কিন্তু মন যে মানে না
তাই বারবার কাছাকাছি ছুটে আসা।
যায় যাক দুতিনটি প্রান
কখনও আবার মুখোমুখি চুম্বনের চেষ্টায়
তখন তোমরা বল ব্রেক ফেইল
আসলে সে তো ব্রেক ফেইল নয়
একে বাধভাঙ্গা ভালোবাসা কয়।
আবার সেই দূরে চলে যাওয়া
শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




