১.
রঙ্গশালা, প্রতাপ আর সুরার সেই প্রতিক্রিয়া সময়ের হাতে নিদারুন পরিহাসের বিষয় হয়ে গেছে। রানীর স্নানের জায়গাটিতে বাতাসও ঢুকবার অনুমতি ছিলো না। অথচ এখন দেয়ালের ভাঙ্গা ফোকর দিয়ে পশু পাখি যখন খুশি চড়ে বেড়ায়।
২.
নির্জনতার সাক্ষী
৩.
ঝুলবারান্দার বিকেলটা খুব ফাঁকা
৪.
করিডোর। কৃষি বিশ্ববিদ্যালয়।
৫.
তানপুরা বানানো হয় এই ফলটা দিয়ে।
৬.
উলট কম্বল। বোটানিকেল পার্ক।
৭.
এ ফুলের নাম জানিনা।
৮.
চেনা ফুল। তবুও সুন্দর
৯.
জবা
১০.
নাম না জানা ফুল
১১.
এরও নাম জানিনা। রঙটা এত মন কেড়েছে।
১২.
অনেকদিন পর দেখলাম
১৩.
ক্লান্ত দুপুর
১৪.
জাল টানা। জীবন টানা
১৫.
শিমুলই তো?
১৬.
এরও নাম জানি না।
১৭.
কত রঙ, কত রঙিন এ পৃথিবী
১৮.
নাম জানি না।
১৯.
অপরাজিতা
২০.
এর নাম জানতে চাই
২১.
প্রানোচ্ছল।
২২.
ফোটার অপেক্ষায় জবা।
২৩.
এ ফুলেরও নাম জানিনা
২৪.
সাহেববাজারের ছোট্ট চা দোকানী
২৫.
পৃথিবীর বড় বড় সব সংগ্রহশালায় ছবি তুলতে কোন বাঁধা নেই।
এখানে ছবি তুলতে ঢাকায় দরখাস্ত করতে হয়। সরকারের কর্মকর্তাদের অনুগ্রহ হলেই কেউ ক্যামেরা নিয়ে ঢুকতে পারে। যদি না সেই অনুমতি আসা নাগাদ কেউ অপেক্ষা করতে রাজি থাকে।
শীতাতপযন্ত্র সম্ভবত এখানে কালে ভদ্রে চলে। আশা করা যায় অচিরেই জয়নুলের শিল্পের বারটা বাজবে।
২৬.
ছোটবেলার বাগানে ফুটে থাকা ফুলেরা স্মৃতিতে ফিরে আসে
২৭.
নতুন কুড়ির অপেক্ষায়
ছবি: লেখক, মাহাদীব
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





