রুদ্র অনেক ক্ষণ ধরে চেষ্টা করছে সামনে বসে থাকা চশমা পড়া মেয়েটির দিকে না তাকাতে। কিন্তু চোখ বার বার সেদিকেই চলে যাচ্ছে। ভাবল, ছেলেদের চোখ এমনি হয় সামনে সুন্দরী কেউ বসা থাকলে না চাইতেও চোখ সেদিকে চলে যায়।
ট্রেনটা ফাকাই বলা যায় তাই একা বসার জন্য একজোড়া মুখমুখি সীটের একপাসে বসেছিল ও। পরের ইস্টেশন থেকে মেয়েটি ওর বগীতে উঠে কিছুক্ষন এদিক ওদিক তাকিয়ে ওর অপজিট সীটে এসে বসেছে।
হথাত মেয়েটি বলল,
-আপনি বার বার আমার দিকে তাকাচ্ছেন কেনো?
-আমি আপনার দিকে তাকাচ্ছি সেটা আপনাকে কে বলল?
-আমি দেখতে পাচ্ছি। কারণ আমি আপনার সামনেই বসে আছি।
-তার মানে আপনিও আমার দিকে তাকাচ্ছেন। তাহলে বলুন আপনি আমার দিকে তাকাচ্ছেন কেনো?
-আপনি মানুষ কেমন সেটা বোঝার চেষ্টা করছিলাম আপনাকে দেখে।
-সেটা বুঝে কি উপকার হবে আপনার?
-লং জার্নি। একেবারে চুপচাপ বোরিং লাগে। তাই আপনাকে দেখে বোঝার চেষ্টা করছিলাম যে আপনার সাথে গল্প করে টাইম পাস করা যায় কিনা।
-কি বুঝলেন?
-করা যায় আপনার সাথে গল্প।
-সেটা কিভাবে বুঝলেন?
-আমি যখন আপনাকে প্রথম প্রশ্ন টা করেছি তখন আপনি কোন লোল টাইপের মানুষ হলে সরি টরি বলে অস্থির হয়ে যেতেন। আমাকে ইম্প্রেস করার চেষ্টা করতেন প্রথম থেকেই। আপনার পকেটে থাকা দামি মোবাইল টা বের করে আমাকে দেখানোর চেষ্টা করতেন। হেড ফোন লাগিয়ে গান শোনার ভান করে মাঝে মাঝে দু-এক লাইন ইংলিশ গান গেয়ে শোনাতেন। আর হা, সুযোগ পেলে আমার ছবিও তোলার চেষ্টা করতেন।
-ছেলেদের সম্পর্কে তো ভালোই ধারণা আপনার।
-রাখতে হয়। তা না হলে অনেক সময় আপত্তিকর বিরক্ত সহ্য করতে হয়।
রুদ্র মেয়েটিকে ইম্প্রেস করার কি চেষ্টা করবে। ও নিজেই ইম্প্রেস মেয়েটির সাবলীল কথায়। এতো সহজ ভাবে খুব কম মানুষ কথা বলতে পারে। ভাবছে জার্নিটা বোরিং যাবে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


