-আমার ঘুম পাচ্ছে।
-না তুমি এখন ঘুমাতে পারবে না।
-কেন পারবো না?
-আমি বলেছি তাই।
-তাহলে কি করবো?
-আমার সাথে জেগে বসে থাকবে।
-আচ্ছা ঠিক আছে। কোথায় বসবে?
-ছাদে।
-ছাদে কি আছে?
-এতো প্রশ্ন কর কেন?
-আচ্ছা আর প্রশ্ন করবো না।
-আচ্ছা আমাদের মেয়ের কি নাম রাখলে ভালো হয়?
-যদি তোমার মতো হয় তাহলে তোমার নামের সাথে মিলিয়ে নাম রাখব। আর যদি আমার মতো হয় দেখতে তাহলে তোমার নামের সাথে মিলিয়ে নাম রাখব।
-হাহহাহা... দুক্ষেত্রেই আমার নাম?
-হাসছ কেন? আমি সিরিয়াস।
-আচ্ছা ঠিক আছে।
-এখন ঘুমাতে যাই?
-না। আচ্ছা আমাকে প্রথম যখন দেখেছিলে তখন তোমার অনুভূতি কেমন ছিল?
-তোমাকে দেখেই একটা গান মনে পড়েছে আমার।
-কি গান?
-বলা যাবে না।
-বলো না প্লিজ...
-"ঐ ছেমড়ি তোর কপাল ভালো আমার চোখের নজর পইড়াছে"।
-কি!!? আমাকে দেখে তোমার এই গান মনে হয়েছে। কি বিশ্রী...
-হা বিশ্রী। কিন্তু এটাই প্রথম মনে আসলো। কি করবো বলো?
-তার মানে তখন তুমি এসব গান শুনতে?
-শুনা লাগে নাকি? এসব গান না চাইতেই কত শুনা যায়। এইযে এখন দেখো না না চাইতে ফ্রিতে গান শুনতে পাচ্ছি এতো রাতে, "রো রাহা হু ম্যা..."
-হাহাহা...
-আমি ঘুমাতে যাই?
শাম্মি মুখ কালো করে উঠে চলে গেলো। তানিমের মুখে হাসি ফুটেছে এখন শাম্মিকে রাগাতে পেরে। শাম্মির রাগ ভাঙ্গাতে তানিমের ভালো লাগে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


