বিয়ের অনুষ্ঠান থেকে বের হতে হতে অনেক দেরী হয়ে গেলো সামিয়ার। বাসা খুব বেশি দূরে না তবে এতো রাতে একা একা হেটে যেতে সাহস পাচ্ছে না। তাই রিক্সার জন্য অপেক্ষা করছে। এসময় পল্লব বের হয়ে আসলো কমিউনিটি সেন্টার থেকে।
-কি হয়েছে সামিয়া?
-ভাইয়া রিক্সার জন্য অপেক্ষা করছি।
-এতো রাতে তো রিক্সা পাবে না। দাড়াও আমি দেখছি।
পল্লব ফোন বের করে একটা নাম্বারে কল দিলো।
-রাব্বি কোথায় তুই?
-এইতো কাছেই। কেন?
-তোর সাথে গাড়ি আছে না এখনো?
-হা আছেতো। আসতে হবে?
-হা, তোর সাথে যাকে পরিচয় করিয়ে দিলাম সে একটু বিপদে পড়েছে। রিক্সা পাচ্ছে না একটু বাসায় নামিয়ে দিতে পারবি? বাসা কাছেই।
-আসছি দাড়া।
সেদিন রাতে রাব্বি সামিয়ার মোবাইল নাম্বার নিয়ে বাসায় গেলো।
এক সপ্তাহ পর রাব্বি নিজের গাড়ি নিয়ে সামিয়ার বাসা থেকে একটু দূরে দাড়িয়ে আছে। সামিয়া বাসা থেকে বের হয়ে গাড়িতে এসে উঠলো। ওরা পদ্মা রিসোর্টে যাচ্ছে। সামিয়ার মনে ভয় ভয় করছে একটু আবার ভালো লাগছে।
এই ভালো লাগাটুকু সামিয়ার মনে কাজ করতো না যদি সে জানতো আগামিকাল রাব্বি তার মোবাইল নাম্বার চেঞ্জ করে ফেলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


