এক সময়ে ওয়াল পেপারে দেখা ছবিগুলো এভাবে হঠাত করে বাস্তবে দেখবো তা কখনো ভাবি নি। পাহারের উপরে অসাধারন ছোট্ট একটি শহর "সিরোলো"। শহরটি ছবির মত সাজানো গোছানো। আরো বেশি সুন্দর হচ্ছে পাহারের পাদোদেশে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা সমুদ্র সৈকতটি। উপর থেকে সৈকতে নামার জন্য পাহারের ঢালে মাটি কেটে বানানো ছোট ছোট ধাপ। নিচে নামাটা এডভেঞ্চার থেকে কম কিছু না। সবুজ পাহারে ঘেরা নীল পানির অর্ধ চন্দ্রাকৃতির একটি বেসিন সৃষ্টি করেছে প্রকৃতি সেখানে। চোখ জুড়িয়ে যায় এমন সৌন্দর্য দেখলে। স্বচ্ছ পানিতে মন ভরে লাফালাফি ঝাপাঝাপি করার পর আবার পাহারের ঢাল বেয়ে উপরে ওঠতে ওঠতে একসময় মনে হচ্ছিলো আর বুঝি ওঠার শক্তি নেই। তারপর এক সময় পথ ফুরায় আমাদের।
বন্ধুদের সাথে কাটানো অসাধারন একটি দিন...
উপরের ছবিটি সিরোলো যাবার পথে রাস্তায় পাহাড়ের মাঝ দিয়ে বানানো টানেলের প্রবেশপথ। ভেতরে প্রবেশের পর এই ভাবনাটা অনেক ভয় লাগায় যে আমাদের উপরে কয়েক হাজার টন মাটির পাহার। আল্লাহ না করুক যদি ভেঙ্গে পরে? যাই হোক সহি সালামতে আল্লাহ আল্লাহ করতে করতে বেরোতে পেরেছিলাম
পাহাড় টানেল থেকে বের হওয়ার মুখ...
হাইওয়ে থেকে দেখা সাগর পাড়ের ছোট্ট শহর এবং আকাশ নীলাভ সমুদ্র...
ছোট্ট সিরোলো শহরের প্রবেশদ্বার।
শহরের মাঝ দিয়ে বানানো পাথর বিছানো রাস্তা এবং এক অংশ থেকে অন্য অংশে যাবার জন্য বানানো ঐতিহাসিক ইটের তৈরি তোড়ন।
পাহাড়ের উপরে শহর ঘেঁষে বানানো ছোট্ট পার্ক বিশেষ যেখান থেকে অনেক অনেক নীচে নীলচে সাগর আর সৈকতের সৌন্দর্য দেখা যায়।
শহর মাঝে পাথর বিছানো পায়ে হাটা পথ এবং দুপাশে আদিকালের সব এক তলা দোতলা বিল্ডিং...
পাহাড়ের কোল ঘেঁষে বানানো পার্ক থেকে দেখা সম্পূর্ণ সমুদ্র সৈকতটি। এক অপরুপ দৃশ্য। দেখতে এত জোস লাগে যে মনে চায় সারাক্ষন তাকিয়ে থাকি। ছবি থেকেও বেশি সুন্দর নিজের চোখে দেখতে...
১৬৬৪ সালে বানানো একটি ইট-পাথরের বিল্ডিং। সেই আদি ফলক টা এখনো সগর্বে দাড়িয়ে আছে।
তোড়ন, জাকে ইতালিয়ান ভাষায় পর্তা বলা হয়...
পাহাড়ের উপর থেকে গাড়ি সমুদ্র সৈকতে নেমে যাওয়ার জন্য বানানো পীচ ঢালাই রাস্তা। রাস্তার মধ্যে প্রতিটা মোড় ১৮০° এবং রাস্তাটা প্রায় ৪৫° এঙ্গেলে নিচে নেমে গেছে। গাছ পালার জন্য মোড়ের অন্য পাশে কি আছে দেখা যায় না। খুব বেশি পাকা ড্রাইভার না হলে এই রাস্তায় গাড়ি চালানো আত্মহত্যা করার মত। অবাক বিষয় হচ্ছে এই রাস্তা দিয়েই বাস নিয়ে অনায়াসে নেমে যাচ্ছে এখানের বাস ড্রাইভাররা। আমি হা করে তাকিয়ে তাকিয়ে শুধু দেখলাম...
ছোট ছোট পাথরের সাগর সৈকত।
পাহাড় মাঝে লুকানো প্রাকৃতিক সৈকতে কৃত্তিম সৌন্দর্য বর্ধন...
সাগর পারে পাহাড়ের মাঝে প্রাকৃতিক ভাবে তৈরি একটি ক্যানেলের মুখ। সামনে থেকে না দেখলে এর সৌন্দর্য অনুভব করা যায় না...
আরো অনেক অনেক ছবি আছে। কিন্তু বিস্তর সময়ের অভাবে দিতে পারলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


