মাকে ঘিরে আজকের ফেসবুকের হোম পেজটা অনেক ভাল লেগেছিল ।
আজ হয়তো আমিও একটা ছবি দিতাম আম্মাকে জড়িয়ে ধরে, কিন্তু হয়ে উঠেনি,পুরোনো ছবি থেকে যে দিবো সে সুযোগও নাকি ধর্মীয় বিচারে ঠিক হবেনা, আজ তিনি আকাশের তারা হয়ে গিয়েছেন।
সবাই হয়তো ছবি আপলোড় ঠিকি করেছেন মায়ের প্রতি অকৃত্রিম ভালবাসার বহিপ্রকাশ থেকেই, সবাইকে বলবো মায়ের রাতের বেলায় মশারীটা টানিয়ে দেয়ার দায়িত্বটা আপনি নিয়ে নিন।
মায়ের মশারীর ভেতরে বসে মার সাথে সারাদিন বাইরে কি করলেন তা নিয়ে একটু আলাপ করেন, চুলে হাত বুলিয়ে দিন, ইচ্ছে হলে বেনী কেটে দিতে পারেন, ভাল লাগাটা দুদিক থেকেই দুজনেরি বারবে।
ভাললাগা বারার কারন কি জানেন ?
আল্লাহ তায়ালা তার বান্দাদের দুনিয়ায় জান্নাতের সুঘ্রান বুঝার জন্য একটাই নেয়ামত প্রেরণ করেছেন, আর তা হলো মা। আর আপনি জান্নাতী নেয়ামতের যত্ন নিবেন আপনার বেহেস্ত আল্লার কাছ থেকে কামাই করে নিবেন আর তাতে আপনার ভাল লাগা কাজ করবেনা তা অবান্তর।
কিছু সারাদিনে বলা হোক বা নাহোক রাত দশ কিংবা এগারোতে বাসায় ঢুকলেও এই কাজটা করায় ভুল হতোনা।
আর এই ভাবেই প্রতি রাতেই পার হতো আমার মা দিবস।
ভালবাসি মা তোমাকে। আল্লাহ তোমাকে যেখানেই রাখুক ভাল রাখুক,রোজ হাসরের মাঠে আমল নামা ডান হাতেই উঠুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



