ব্যানবুন হওয়ার খবর পাইয়া আমি লংডিস্টেন্স কলে এক এ-টিম মেম্বাররে ধরলাম ।
: ঐ , কয় জন ব্যান খাইছে ? সেইখানে এ-টিমের কয়জন ?
: এ-টিমের বোধহয় কেউ ব্যান খায় নাই । খাইলে চিপায় চুপায় একটা দুইটা থাকতে পারে । তবে ব্যাপার না সেইটা , দুই একটা তো প্রত্যেক সপ্তাহেই ব্যান খায় । আবার নতুন নিক নিয়া আইবো ।
: তাইলে ব্যান খাইলো কে ?
: ব্যান খাইলো ১...........২................৩................৪..........৫.........
৬............৭........৮..........৯..............১০..............
: তাইলে এ-টিম আন্দোলনের ডাক দিল কেন ?
: এ-টিম ই তো ডাক দিব । রাজাকার প্রতিরোধে যারাই ব্যান খাইছে তারা সকলেই আমাদের ভাই । এ-টিম সবসময় রাজাকার প্রতিরোধের সৈনিকদের সাথে ছিল ,আছে , থাকবে । রাজকার প্রতিরোধে যারা আপোষহীন থাকবে , এ-টিম তাদের জন্য জান কোরবান করবে ।
: কিন্তু লিস্টটা কী শোনাইলি এইটা ? এরাও গালি দিল ? কী হইছিলো ঘটনা ?
: আরে গালির জন্য তো ব্যান খায় নাই , ব্যান খাইছে ফ্লাডিংয়ের জন্য ।
: তাইলে এই যে সুশীল ব্লগাররা কইয়া বেড়াইতেছে এদের ব্যান মুক্তি চাই না , এরা গালিবাজ । তারপর বহুত সুশীল আবার গালিবাজি নিয়া বিশাল বিশাল প্রবন্ধ দিতাছে , এইটা কী ?
: এইটা হইলো সুশীলগো চিরায়ত ভন্ডামি । এই আন্দোলনের সাথে গালিবাজির কোন ইস্যু নাই । এই ব্যানগুলা গালিবাজির জন্য করা হয় নাই । কিন্তু কিছু দালাল এখন ইস্যুটারে ভিন্নখাতে নিতে চাইতেছে । বুঝসই তো সব ।
হ , বুঝি । আমরা সবই বুঝি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


