ব্লগের অন্যতম সোচ্চার সৈনিক ত্রিভুজ ভাই আসিয়াছেন । উনি একবার এই ব্লগের এক জনপ্রিয় নারী ব্লগারের কাপড় খোলা সংক্রান্ত কী এক ঝামেলায় পড়িয়াছিলেন ।
এখন আর সেই ঝামেলা নাই । প্রতিবাদকারীদের ব্যান করা হইয়াছে ।
তাই উনি এসেই আবার উনার চিরায়ত পদ্ধতিতে নারী অবমাননাকারী কাজকর্ম শুরু করেছেন ।
প্রথম পোস্টটাই দিয়েছেন :
নারী আর মশা…
দু’য়ের একই কাজ-
শুধু রক্ত চোষা!
যার নাম রমনী~
দেহজুড়ে ছেয়ে আছে-
হিংসার ধমনী।
এই হলো এই জেনারেশনের একজনের কবিতা লিখার নমুনা !
যে লোক মা-বোন-প্রেয়সীর জাতকে মশার সাথে তুলনা করতে পারে , তার মানসিক সুস্থতা নিয়া কোন প্রশ্ন করা যাবে না ।
মায়ের জাতের সবগুলো ধমনীতে উনি খালি দেখেন হিংসার ধমনী। অথচ সুস্থ মানুষেরা দেখে মায়ের ভালোবাসা , প্রেমিকার প্রেম , বোনের মমতা ।
এই চরম নারী বিদ্বেষী ব্লগার হঠাৎ করে ব্লগে আসেন নাই , এই সব কুখ্যাত কাজকর্মের জন্য উনি আগে থেকেই প্রসিদ্ধ ।
সুতরাং ব্লগের যে সব ইউজাররা নারী , তারা সাবধান থাকবেন দয়া করে ।
এই কুখ্যাত নারী অবমাননাকারী কিন্তু এই ব্লগের মডারেটরদের খুব পেয়ারের লোক ।
সুতরাং উনি যদি আপনাদের মশা মনে করে টিপিয়া টিপিয়া হত্যা করতে চান , তাহলে বিচার না দিয়া মানে মানে কাটিয়া পড়াটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে ।
ব্লগের নারী ব্লগারা , বোন এবং বন্ধুরা , সতর্ক থাকুন ।
( জরুরী জনগুরুত্ব সম্পন্ন বিষয় বিধায় কলম বিরতির মাঝেও ব্লগের নারী ব্লগারদের সতর্ক করার জন্য এই পোস্ট লেখা হইলো ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


