দাবী কিন্তু একটা ছিল না , দাবী ছিল দুইটা ।
১. সকল ব্লগারের ব্যানমুক্তি ।
২. নীতিমালায় মুক্তিযুদ্ধের অবমাননা করা যাবে না সংক্রান্ত আইন ঢুকানো ।
জনৈক ব্যক্তির বৈকালিক পোস্ট দেইখাই বুঝছিলাম তলে তলে কিছু একটা হইছে । নাইলে অমুক আর তমুকরে ব্যান মুক্ত করা যাইবে না , বাকীদের ব্যানমুক্তি করতে হইবে নাইলে যামু গা , এইভাবে বলার কথা না । স্কৃপ্ট লেইখাই বিষয়টা সাজানো হইছে । ডিভাইড আর রুলের সেই বেনিয়াবৃত্তির পুরানা কৌশল । এর মাঝে গনহারে নতুন নিক এপ্রুভ/তৈরী করা হইছে । ৭১ সালের সেই পাকিস্তানী রেডিওর ঘ্যানর ঘ্যানর এর মতোই দেখানোর চেষ্টা - সব ঠিক আছে ।
সে যাই হোক , কলম বিরতি প্রত্যাহার হউক বা না হউক ,
নীতিমালার বিষয়টা কী হবে ?
ব্যানমুক্তি কোন বড়ো বিষয় না , ব্যানকরা ব্লগাররা আবার নতুন নিক নিয়া ফিরত আসতে পারবেন , কিন্তু নীতিমালার বিষয়ে কর্তৃপক্ষের পরিষ্কার ঘোষনা জানতে চাই ।
এই বিষয়ে উচ্চকন্ঠ হইতে সকল ব্লগারকে অনুরোধ করি ।
অভিজ্ঞ ব্লগারদের সদুপদেশ ও দিকনির্দেশনা কাম্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


