সংক্ষিপ্ত সংলাপ - ৮৫ (তুই কি কোলবালিশের মত শান্ত সুবোধ!
সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন
: সপ্তী, দেখেছিস্ তেলাপোকার ক্ষমতা কত!
: সে কিভাবে!
: ওড়ে এসে তোর গায়ে পড়লো
: হুম হুম
: নিমেষেই খুলে ফেল্লি তোর অর্ধেক শাড়ী
: অসভ্য (লায় দেওয়া শাসন)
: আর আমার প্রাপ্তি শূন্যের কোঠায়
: সপ্তী, ছারপোকাটার ভাগ্যও বটে
: কোন্ ছারপোকা! (চিন্তিত)
: ঐযে ঐ দিন সিনেমা হলে, ঢুকে গেলো তোর জামার ভিতর
: ওমা! সে কি কান্ড, হৈ হুল্লোর
: কেন হলাম না তেলাপোকা, নিদেনপক্ষে ছারপোকা।
: (অনু, এত সুন্দর করে কি কেউ কথা বলতে পারে!)
: (সপ্তী, লজ্জা পেয়ে এত সুন্দর করে কেউ কি হাসতে পারে!)
২১-১১-০৮, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


