বউরে একদিন খুব আবেগতাড়িত হয়ে বললাম
- বউ কোন না কোন ভাবে যদি আমি অনেক টাকার মালিক হয়ে যাই, কী করবো জানো?
তিনি বললেন
- ইলেক্ট্রনিক্স যন্ত্র কিনে ঘর ভরবা?
আহি মুচকি হাসি দিয়ে বললাম
- নাহ্ পোলার অনার্স পর্যন্ত অপেক্ষা করবো। প্রিয় যদি অনার্স পাশ করে, একটা টাকাও আর নিজেদের জন্য রাখবো না। কারন অনার্স পাশ একটা মানুষ নিজের পায়ে দাঁড়ানোর মত বড় হয়ে যায়। তখন সমস্ত টাকা কোন একটা ইউনিভার্সিটির গবেষণা পার্পাসে দিয়ে দিবো। টাকার প্রফিট যা আসবে, তা দিয়ে গবেষকদের অনুদান দেওয়া হবে। প্রায়োরিটি পাবে খাদ্য ও চিকিৎসা।
হিরক খন্ড দামী, কিন্তু এতে পেট ভরে না। পেট ভরে হিরার চেয়ে কোটিগুন কম দামের চাল, গম ইত্যাদি দিয়ে। প্রায় বিশ কোটি মানুষের দেশে কৃষি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হওয়া উচিৎ। আগে খাদ্য, পরে সব।
লেখাটা পড়ে খারাপ লাগলো। আবার ভালোও লাগলো, এমন গুনী প্রধানমন্ত্রী'র জন্য। আহারে আশপাশে যদি তিনি দেশপ্রেমীক কিছু হেন্ডস পাইতেন, না জানি দেশটা কতটা সুন্দর হইতো। জাতি কি এই বিজ্ঞানীর পাশে দাঁড়াবে না? অন্তত আমার লেখা যারা পড়েন, তারা প্লিজ কিছু বলেন, বা করার থাকলে করেন। গবেষকরা যেন পায় সর্বোচ্চ সহযোগীতা ও সম্মান। কারন ভবিষ্যৎ সুন্দর পৃথিবী তাদেরই ব্রেইনচাইল্ড।
একজন গবেষক ও একটি গবেষণা প্রতিষ্ঠানের মৃত্যু
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




