"না পারি"কে নারি বলে। যেমন - যারে দেখতে নারি, তার চলন বাঁকা।
অতএব পরের বার মেয়েদেরকে বুঝাতে যে শব্দ, অর্থাৎ নারী, তা লেখতে ভুল করবেন না। কারন নারীরা সব পারে, তারা নারি না। নারীর কোলে বড় হয়েছি, আমৃত্যু নারীর বুকে থেকে মরতে চাই ভালোবাসায়। জয়তু নারী।
(উত্তরের আশায় কাউকে মন্তব্য না-করতে অনুরোধ করছি)
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




