ভয়ঙ্কর হলেও কথা সত্য , অবাক লাগবে কারো, কারো ভয় কারোও বা ঘিন !কিন্তু কাহিনি সত্য , এইটা কোন বাজে নেশা বা অমানুষিক কোন আচরন না, ব্যাস শুধু ভালবাসার টান !
ভিয়েতনামির ৫৫ বছর বয়স্ক একজন তার স্ত্রীর মৃত্যুর পর অনেক শোকাহত হয়ে পরেন , মৃত্যুর দেড় বছর পর তিনি সিদ্ধান্ত নেন স্ত্রী কে কবর থেকে তুলে আনবেন ,
এবং এক রাতে কবর খুড়ে তিনি স্ত্রীর লাশ বের করে তাকে কাদামাটি দিয়ে ঢালাই করে মূর্তির আকৃতির মতো করেন , এবং প্রতি রাতে তাকে জড়িয়ে ঘুমাতেন , তার এই অবস্থা দেখে পাড়া পড়শিরা তার স্ত্রীকে পুনরায় দাফন করে দেয় এবং পর দিন রাতেই ভ্যান আবার তার স্ত্রীকে কবর থেকে তুলে আনে !!
এই ঘটনার পর তার বাড়িতে মানুষ জনের জাতায়াত কমে যায় দিন দিন ,
ভেন এর ছেলে জানায় , '' বাবা কে কোন দিন ই মা কে জড়িয়ে ধরা ছাড়া ঘুমাতে দেখিনি ,''
ভেন বলেন '' আমি অন্য সব মানুষের এর মত না , আমার ভিতরের ফিলিংস টা অন্য রকম , আমার স্ত্রী মারা যায় নি , শুধু তার শরীর টা চলে গেছে , আমি এখন সব খানে তাকে অনুভব করি,আমি যখন তাকে জড়িয়ে ঘুমাই তখন আলাদা কিছু ফিল হয়না , মনে হয় যেন আমি আমার জীবিত স্ত্রীকেই জড়িয়ে ঘুমাচ্ছি ''

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




