
তৃতীয়বিশ্ব থেকে প্রথমবিশ্ব, বাংলাদেশ থেকে কানাডা এলাম প্রায় ৫ মাস হলো। তাও এখনও অনেক কিছু খুব অদ্ভুত লাগে। আমার ধারনা ছিল এদেশে সব কিছু বাংলাদেশ থেকে উন্নত হবে। ধারনাটা প্রায় ঠিকই ছিল, ধরাটা খেলাম মোবাইল ফোন নিতে গিয়ে। আমার এখনও মনে পরে একসময় গ্রামীন,বাংলালিঙ্ক,একটেল,ওয়ারিদ –কে কতই না গালাগাল করতাম কলরেট না কমানোর জন্য। তখন ১ টাকা মিনিটে কথা বলেও শান্তি পেতাম না,আরও কম চাইতাম। মাসে ১১,০০০ টাকা বিল দেবার অভিজ্ঞতাও আমার আছে।
কিন্তু এইখানে আসার পর বুঝলাম বাংলাদেশ এর টেলিকম ব্যবস্থা কতই না ভালো। এই দেশে বেশির ভাগ সময়ই মোবাইল ফোন নিতে কোন টাকা লাগে না (২-৩ বছর এর চুক্তি সাপেক্ষে)। সুন্দর একটি হান্ডসেটও ফ্রি দিবে। আসল সমস্যর শুরু এর পর থেকেই। পোস্টপেইড লাইন নিলে মাসে ১৫-২৫০ ডলার টাকা মান্থলি পেমেন্ট (সাথে ৫০-২০০০ মিনিট টকটাইম ফ্রি)। সবচাইতে আর্চয হলো ইনকামিং-আউটগোইং ২-টাই এই টকটাইম থেকে কাটবে। এর মানে এইখানে ইনকামিং আর আউটগোইং দুটাতেই টাকা কাটে। আরও অদ্ভুত হলো, এই দেশে নেটওয়ার্ক ইউজ করার জন্য এক্সেস ফি ৬/৭ ডলার দিতে হয়। ইনকামিং কল এর নাম্বার দেখার কল ডিসপ্লে এর জন্য ৬ ডলার ফি। আর সাথে কম হলেও ১৪% ট্যাক্স তো আছেই। আর শহর থেকে বাইরে গেলে আবার রোমিং এর টাকা। সব মিলিয়ে এক মহা যন্ত্রনার নাম এই দেশে মোবাইল। আর প্রিপেইড এ রোজ ১ ডলার করে কাটে।
এতো গুলা বদনাম করলাম, এইবার কিছু সুনাম করি। মজার বেপার হলো রোজ সন্ধ্যা ৭ টা থেকে পরদিন সকাল ৮ টা সব লোকাল কল ফ্রি। আর শনিবার/রবিবার সারাদিন লোকাল কল ফ্রি !!!
তারপরেও যতোবারই মোবাইলটা হাতে নেই একবার হলেও দেশের কথা মনে পরে, আহ......কত ভালই না ছিল গ্রামীন,বাংলালিঙ্ক,একটেল,ওয়ারিদ ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



