ভিতরে ভিতরে সবই যেন শেষ হয়ে যাচ্ছে,
কেউ গিটারের তার ছুঁয়ে গান থামিয়ে দেয়;
কেউ খাতা-কলম রেখে কবিতার ছন্দ হারায়,
জল রঙের ক্যানভাস ফিকে হয়ে মাটিতে লুটাচ্ছে।
কেউ রঙিন শাড়ি, পাঞ্জাবি ছুঁড়ে ফেলে
বিবাগী হয়ে যাচ্ছে;
প্রেমের হাত ধরাতে আজ প্রতারণার ফাঁদ,
মৃত্যুর খাঁটিয়াতে নেই স্বজনের কাঁধ,
হৃদয়টা আজ নির্জন দ্বীপ হয়ে যাচ্ছে।
প্রেয়সীর ফোনে এখন চুপচাপ সুর;
দেখা নেই, কথা নেই, সময় সুদুর;
'ভালো আছি' নাটকের পর্দা ওঠে প্রতিদিন,
মনের দগদগে ক্ষত ক্রমেই বেড়ে যাচ্ছে।
তবু রাত গভীরে, একাকী চোখ মেলে,
'কাল সব বদলাবে,' স্বপ্ন কথা বলে;
একটু হাসি, একটু আলো, কপালে এক চুম্বন,
এই আশাতেই জীবন চলে নতুন এক ভোরের খোঁজে।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


