somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

The only way to know a man perfectly is to know his dream.

আমার পরিসংখ্যান

shubh+r
quote icon
মানুষ আমি, এটাই বড় পরিচয়
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শিরোনামহীন পঙক্তিমালা- ০৯

লিখেছেন shubh+r, ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০

সব ছুঁয়ে দেখেছি—
শিউলি ফুলের গন্ধ, শিশির ভেজা ঘাস,
নদীর ওপার থেকে ভেসে আসা গান,
সময়ের থালায় জমা পুরোনো স্বপ্ন,
ভুলে যাওয়া প্রতিশ্রুতির ছায়া।

তবুও বসে আছি—
বুকের মধ্যে এক পাহাড় আশা নিয়ে,
শুধু এক ফোঁটা বৃষ্টির আশায়,
অভিমানী তোর মান ভাঙার আশায়। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

শিরোনামহীন পঙক্তিমালা- ০৮

লিখেছেন shubh+r, ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৬

যদি যেতে চাও

যদি যেতে চাও, তবে যেও--
ঠিক যেমন মেঘ সরে যায়
শরতের আকাশ থেকে।
বাতাসে ছড়িয়ে রেখে যাও গন্ধ—
ভিজে ঘাসের, কাঁচা শালের;
যেন মনে হয়, তুমি ছিলে এখানেই।

তোমার রেখে যাওয়া চুলের কাঁটাগুলো
বালিশের পাশে জাগিয়ে রাখুক স্বপ্ন—
তোমার হাসির মতো নরম,
তোমার পায়ের শব্দের মতো নিঃশব্দ।

যদি যেতেই হয়, তবে ফেলে রেখে যেও
একটা বই--
তোমার পড়া শেষ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

শিরোনামহীন পঙক্তিমালা-০৭

লিখেছেন shubh+r, ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

অস্থির হয়ো না,
শুধু শ্বাস নাও গভীর।
পৃথিবী ভেঙে পড়বে না,
তোমার আত্ন চিৎকারে।

তোমার অন্তরে যে আগুন,
তা নেভানোর দায় কার?
তোমার চোখের জল,
সে কি অন্য কারো বোঝা?

সহিষ্ণু হও,
শুধু আঁকড়ে থাকো।
দুর্বল হয়ে ভেঙে পড়া
পৃথিবীর নিয়ম নয়।
তোমার কাজ
অন্ধকারে আলো খোঁজা,
অস্থিরতায় নিজের ভেতর
নির্ভীক শিকড় গাঁথা।

তুমি আগুন নও,
তুমি আগুনের নিয়ন্ত্রক।
তুমি ভাঙনের চিহ্ন নও,
তুমি নতুন নির্মাণ।

অস্থির হয়ো না,
শুধু নিজের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

শিরোনামহীন পঙক্তিমালা-০৬

লিখেছেন shubh+r, ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫২

তুমি আসবে—এই প্রতীক্ষায়
অস্থির দিনগুলো কাটে।
তোমার স্পর্শের অভাব,
তোমার কণ্ঠের মায়া—
সব কিছুতেই হৃদয়ে বয়ে যায় ব্যথার ঝড়।

তুমি ভুলেছো হয়তো
বা ভেবেছো, আমি আর নেই।
তবুও প্রতীক্ষা ছাড়তে পারি না,
তোমার নামে প্রতিটা নিশি ফোটে।

তুমি এলে যদি—
বৈশাখের মেঘ হয়ে এলে,
চৈত্রের খরাও মেনে নেব।

তোমার পদধ্বনি যেন
মাটিতে চিরস্থায়ী দাগ ফেলে যায়।
বিরহের কষ্টে ঘিরে যায় সন্ধ্যা,
ধূলি মেশা ধোঁয়া যেন
অপরূপ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

শিরোনামহীন পঙক্তিমালা-০৫

লিখেছেন shubh+r, ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ২:০২

তোমার প্রেম জাগে গভীর রাত্রে,
আকাশে চাঁদ উঁকি দিলে তুমি তৃষ্ণার্ত হও
তোমার ওষ্ঠ সুখ খোঁজে পুরুষের অধরে।

তুমি চঞ্চল হয়ে ওঠো নদীর স্রোতে,
তোমার নৌকায় মাঝি হয় কুবের
কপিলা হয়ে বাঁধো তারে যৌবনের ফাঁদে।

চুপিসারে ছুঁয়ে যাও তুমুল রাত্রির গভীরে,
রাত্রি কাটে তবু তৃষ্ণা মেটে না,
ক্লান্ত আমি খুঁজে ফিরি তোমায়, শেষ প্রহরে। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫২ বার পঠিত     like!

শিরোনামহীন পঙক্তিমালা- ০৪

লিখেছেন shubh+r, ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ২:০১

তুমি আর আমি, যেনো মরুভূমি,
দুই শুষ্ক হৃদয়ে বয়ে যায় ধূসর ধূমি।
খুঁজে ফিরি অনন্ত তেপান্তর,
যেখানে শেষ হয়, শুরু হয় আবার।

বিস্তীর্ণ মাঠে, শূন্যতার মাঝ,
কিংবা কৈলাসে, শান্তির সাজ।
দুই অন্তর এক হতে চায়,
তবু ফাঁকে কেবল শূন্যতাই রয়।

তুমি আর আমি, এক নীরব নদী,
যার দু’পাড়ে বয়ে চলে নিরন্তর শব্দ।
সংযোগ খুঁজে, তবু হারাই পথ,
মিলনের স্বপ্নে আঁকি রাতের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪০ বার পঠিত     like!

শিরোনামহীন পঙক্তিমালা- ০৩

লিখেছেন shubh+r, ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৮

কিছু বিমর্ষ কবিতা, কিছু মনমরা গান
কিছুতেই হলোনা লেখা তোমার উপাখ্যান।

যত বলি দুরে যাই, তত আসি কাছে
এভাবেও বাঁচা যায়, এভাবেই বাঁচে।

তুমি আমি বহুদুর, যেনো সাত সমুদ্দুর
চোখের কোনেতে জল ফিরে ফিরে আসে।
এভাবেও হাসা যায়, এভাবেই হাসে।

সাত নদী, সাত রং, ক্যানভাসে জল রং
তুলির আচড়ে ছবি, হেসে কেঁদে ওঠে
এভাবেও থাকা যায়, এভাবেই থাকে।

পেয়ালাতে টুং-টাং,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     like!

শিরোনামহীন পঙক্তিমালা- ০২

লিখেছেন shubh+r, ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৭

ভিতরে ভিতরে সবই যেন শেষ হয়ে যাচ্ছে,
কেউ গিটারের তার ছুঁয়ে গান থামিয়ে দেয়;
কেউ খাতা-কলম রেখে কবিতার ছন্দ হারায়,
জল রঙের ক্যানভাস ফিকে হয়ে মাটিতে লুটাচ্ছে।

কেউ রঙিন শাড়ি, পাঞ্জাবি ছুঁড়ে ফেলে
বিবাগী হয়ে যাচ্ছে;
প্রেমের হাত ধরাতে আজ প্রতারণার ফাঁদ,
মৃত্যুর খাঁটিয়াতে নেই স্বজনের কাঁধ,
হৃদয়টা আজ নির্জন দ্বীপ হয়ে যাচ্ছে।

প্রেয়সীর ফোনে এখন চুপচাপ সুর;
দেখা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

শিরোনামহীন পঙক্তিমালা- ০১

লিখেছেন shubh+r, ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৩৬

ঘন্টার কাঁটায় আমি থেমে আছি, তোমার প্রতীক্ষায়,
তুমি সেকেন্ড হয়ে কাঁপন তুলে চলে গেলে।
শত বছর ধরে প্রতীক্ষার চাতক আমি,
এক ফোঁটা বৃষ্টি হয়ে তুমি এলে না।

আকাশের বুকে ভেসে থাকা মেঘের মতো,
তোমার ছোঁয়ায় হারাই; অথচ পাই না ঠাঁই।
নিভৃত অন্ধকারে জ্বলে যাই, তোমার স্পর্শের তৃষ্ণায়,
তবু তুমি দূরে, আছো অনেকটাই।

বাতাসে ছুঁই তোমার ঘ্রাণ,
শুধু তুমি আছো,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

ভাত

লিখেছেন shubh+r, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৯

হাতিরপুল কাঁচা-বাজার থেকে একটু উত্তরে, মোতালিব প্লাজার নিচে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালো ফখরুদ্দিন। রাত বেশি হয়নি, তবু কারফিউ চলার কারনে দোকানপাট সব বন্ধ। রাস্তায় কোন যানবাহন যেমন নেই, তেমনি ফুটপাথেও কোন লোক চলাচল করছে না। এখন ভাদ্র মাস। এবার গরমের পাশাপাশি ঢাকায় প্রচুর বৃষ্টিও হচ্ছে। শেখ সাহেবকে পাকিস্তানে ধরে নিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

এক বিকেলের গল্প

লিখেছেন shubh+r, ১৭ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:২৭

বৈশাখ মাসের গুমোট বিকেল বেলা, কোথাও কোন বাতাস না থাকায় গরমে প্রাণ প্রায় ওষ্ঠগত। অনেকেই এ সময়টাকে নিন্মচাপের পূর্বাভাস বলেন। আগেকার দিনে বৈশাখ মাস এলেই, তপ্ত দুপুরের পর আকাশ জুড়ে কালো মেঘ করে সন্ধ্যায় উথাল-পাথাল ঝড় উঠতো। কাল-নাগিনী যেমন ফণা তুলে ছোবল মারে, এ ঝড়ও হু-হু করে ঢুকে পড়ে লোকালয়ে।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০২ বার পঠিত     like!

অতিগ

লিখেছেন shubh+r, ০১ লা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:২৯

তিতলির বারান্দার কোণায় অযত্নে ফেলে রাখা একটা বাক্সের ভেতর একজোড়া চড়ুঁই নতুন সংসার পেতেছে। তিতলিদের ছোট্ট দুই কামরার বাসায় কোন স্টোর রুম নেই। বারান্দার এক কোনায় তাই সে সংসারের অব্যবহৃত জিনিস-পত্র রেখে দিয়েছে। বৃষ্টির ছাট যেনো জিনিস-পত্রের গায়ে না লাগে, এজন্য একপাশের গ্রিল পলিথিন দিয়ে আটকে দিয়েছে। সুন্দর গোছানো যায়গা... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     like!

তব বন্দনা

লিখেছেন shubh+r, ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৯:৫১

তব বন্দনা

আমি তোমার সুখের লাগিয়া ,
আপনারে বিসর্জিনু
তোমারই পদপ্রান্তে।
চিত্তরে না স্মরি, বিবেক কপাট রুধি
আপনারে করিনু দাস ,
আপনারই অজান্তে।

মম হৃদয়ের সুর বুঝি আর বাজে না ,
হৃদয় গহীন ফুলে ফুলে আর সাজে না।
প্রান মন্দির আরতি করে
তব বিগ্রহ সম্মুখে।

বিটপী ছায়ায় শ্রান্তি তবু ঘোচে না ,
গঙ্গা চুমিয়া তৃষ্ণা যে মোর মেটে না।
হৃদয় চায় বন্দীতে তোমারে
আপন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৭ বার পঠিত     like!

কচড়া

লিখেছেন shubh+r, ০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:১৭

মঝে মাঝে নিজেকে একটি জীবন্ত ডাষ্টবিন মনে হয় ।

মানব মনের ময়লা, আপন বক্ষে ধরি, তাকে দোষ মুক্ত করি ।

যা কিছু ছুঁড়ে দাও আমার কাছে,

রাগ, ক্ষোভ, ঘৃনা, আর যত যা আছে ;

ক্ষতি নেই তাতে,

তুমি তো মুক্তি পেলে ; আমাতেই সঁপে । ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪২ বার পঠিত     like!

সূর্যাস্ত দেখতে চাই

লিখেছেন shubh+r, ০৮ ই জুন, ২০১১ রাত ৮:৫০

সূর্যাস্ত কভু দেখিনি আমি

শুনেছি- পলাশ রাঙা রংঙে

রক্তিম হয় আকাশটা

মাগো-

আমি সূর্যাস্ত দেখতে চাই।

অরুণ রাঙা প্রভাতে যার জন্ম,

কেন থেমে যাবে সে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩৬৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ