তুমি আর আমি, যেনো মরুভূমি,
দুই শুষ্ক হৃদয়ে বয়ে যায় ধূসর ধূমি।
খুঁজে ফিরি অনন্ত তেপান্তর,
যেখানে শেষ হয়, শুরু হয় আবার।
বিস্তীর্ণ মাঠে, শূন্যতার মাঝ,
কিংবা কৈলাসে, শান্তির সাজ।
দুই অন্তর এক হতে চায়,
তবু ফাঁকে কেবল শূন্যতাই রয়।
তুমি আর আমি, এক নীরব নদী,
যার দু’পাড়ে বয়ে চলে নিরন্তর শব্দ।
সংযোগ খুঁজে, তবু হারাই পথ,
মিলনের স্বপ্নে আঁকি রাতের ছট।
তুমি আর আমি, যেনো চিরকালীন যাত্রী,
অনন্ত পথ ধরে খুঁজে ফিরি ঘর।
তবুও থেকে যাই দূর থেকে দূরে,
এক হতে চাওয়া দু অন্তর।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


