তোমার প্রেম জাগে গভীর রাত্রে,
আকাশে চাঁদ উঁকি দিলে তুমি তৃষ্ণার্ত হও
তোমার ওষ্ঠ সুখ খোঁজে পুরুষের অধরে।
তুমি চঞ্চল হয়ে ওঠো নদীর স্রোতে,
তোমার নৌকায় মাঝি হয় কুবের
কপিলা হয়ে বাঁধো তারে যৌবনের ফাঁদে।
চুপিসারে ছুঁয়ে যাও তুমুল রাত্রির গভীরে,
রাত্রি কাটে তবু তৃষ্ণা মেটে না,
ক্লান্ত আমি খুঁজে ফিরি তোমায়, শেষ প্রহরে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


