কিছু বিমর্ষ কবিতা, কিছু মনমরা গান
কিছুতেই হলোনা লেখা তোমার উপাখ্যান।
যত বলি দুরে যাই, তত আসি কাছে
এভাবেও বাঁচা যায়, এভাবেই বাঁচে।
তুমি আমি বহুদুর, যেনো সাত সমুদ্দুর
চোখের কোনেতে জল ফিরে ফিরে আসে।
এভাবেও হাসা যায়, এভাবেই হাসে।
সাত নদী, সাত রং, ক্যানভাসে জল রং
তুলির আচড়ে ছবি, হেসে কেঁদে ওঠে
এভাবেও থাকা যায়, এভাবেই থাকে।
পেয়ালাতে টুং-টাং, নীরবতা সুন-শান
জেগে জেগে রাত যায়, দিন ফিরে আসে।
এভাবেও কাঁদা যায়, এভাবেই কাঁদে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


