ভারতের সমর্থক হিসাবে ফাইনাল আমার কাছে ছিল চরম উপভোগের এবং উত্তেজনার ম্যাচ। অন্যদেও কাছে কেমন লেগেছে , তা অবশ্যই জানাবেন । গত বিশ্বকাপ ক্রিকেট -ওয়েস্ট ইন্ডিজ - আমার কাছে ততটা ভাল লাগে নি, যতটা এবার লেগেছে।
আরও ভাল লেগেছে ফাইনালে অস্ট্রেলিয়াকে না দেখে। গত তিনটি বিশ্বকাপের ফাইনাল গুলো ছিল একচেটিয়া অস্ট্রেলিয়ার। মনে হতো ক্রিকেট তাদের নিজেদেও সম্পদ। মনে হতো যেন, অস্ট্রেলিয়া এলেন , দেখলেন এবং জয় করলেন ।
তার চেয়ে ক্রিকেটের মত অনিশ্চযতা এবং উত্তেজনার খেলায় এই ই ভাল । অনেক ভাল।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



