বাংলাদেশ প্রতিবার যখন কোন বড় আসরে ২য় রাউন্ডে উঠে তখন সমগ্র দেশ আশায় বুক বাঁধে। কিন্তু ফলাফল, ঝলক দেখিয়েই শেষ। বিশ্ব কাপ ক্রিকেটেও ভারতের বিপক্ষে যা দেখালো, এবারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও তাই।
বাংলাদেশের এই খেলাগুলো দেখলে যে কেউ ভাববেন যে, বাংলাদেশ দলের বিরাট উন্নতি হয়েছে। কিন্তু এটা যে, ঝড়ে কাক পড়া তা এবার ভেবে দেখার সময় এসেছে।
পাকিস্তানের বিপক্ষে রাজ্জাকের রান আউটের পর , যখন আসিফ বিদ্রুপের হাসি হাসছিল, তখন সেই বিদ্রুপ এসে আমাদের বুকে লাগে। মাসরাফিকে দেখে মনে হলো, তিনি , খেলা ভুলে গিয়েছেন।
বোলিং লাইন আপ শুধু ভাল করলেই একটি দল ভাল হয় না। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কোন উন্নতি দেখিনি কখনও ।
বাংলাদেশ যখন ঝলসে ওঠে , তখন আমরা যে বাহবা পাই , তাতেই কি আমরা সান্তনা পুরস্কার পেয়ে খুশী থাকবো?
সময় এসেছে , এখন আর তরুণ দল হিসাবে , তরুণ খেলোয়ার হিসাবে সব দোষ মাফ করলে চলবে না। তাই আমাদের ও সামান্য সাফল্যে আনন্দে ভাসা চলবে না , প্রকৃত অর্থে ভাল করলে ভাল বলবো , আর খারাপ করলে চুপ করে থাকবো না।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



