যে দেশে কোটি টাকার গাড়ি রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া যায় , যে দেশের অনেক মানুষের অর্থের পরিমাণ তারা নিজেরাও জানে না ,
সেই দেশে মানুষ কেন না খেয়ে মারা যায় ?
যখন বাংলাদেশ কে বলা হয় গরীব দেশ , তখন আমার হাসি পায়।
হে সৃষ্টিকর্তা , সেই মানুষের টাকাগুলো তুমি কি পার না , বিলিয়ে দিতে , যাতে আর কোন শিশুকে গুলশানের কোন দামী খাবার দোকানের সামনের রাস্তায় দাড়িয়ে ক্ষুধার কষ্ট নিয়ে তোমাকে আর আমাদের মত মানুষকে অভিশাপ দিতে না হয়।
সেই শিশুরা আমাকে ক্ষমা কর । ক্ষমা কর।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



