ব্লগার হিসেবে একদমই নতুন.........পরেছি অনেক......সবসময়ই মনে হয়েছে আমিও লিখি কিছু......লেখা হয়ে উঠে নি......অনেক কিছুই লেখার আছে...মনেকরেছি লিখব সময়-সুযোগ করে........
আজি মনেহল এখনি শুরু করা যায়......তাই শুরু করা......
আমার 'নির্মল ভালোলাগা শুধু তোমায় দিলাম...........' কাচা হাতের কাচা লেখা......এর আরো কয়েক টা প্যারা আছে......তুলে দিব আশা করি......
ভাল হয়ত লাগবে না.........তারপর ও দেয়া আর কি!!
প্রথম পাতায় লেখার সুযোগের জন্যে ৭ দিন ওয়াইট করতে হচ্ছে.........কি আর করা!!!আমার আইডিয়া গুলো ৭ দিন পরই নাহয় শেয়ার করা শুরু করব.........
শুভ্রতার পূজারী এই আমি......শুভ্রতারই পূজা করে যাই......শুভ্রতার পূজাতেই একদিন সব কালোর বিনাশ হবে---এই কামনা হ্বদয়ের গভীর থেকে............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




