অবশেষে কাংখিত চাকুরী মিললো জাতিসংঘে । আজই কনফার্ম হলাম । প্রথম পোস্টিং কেনিয়াতে । ইকোনমিক এ্যাফেয়ার্স অফিসার হিসাবে- স্থায়ী পদ । ।
এর আগে অবশ্য ৩ মাসের ট্রেনিং আছে বিভিন্ন স্থানে ।
কিছুদিন আগে কাস্টমসে ও চাকুরী হয়েছিল, কাজে যোগদান করি নাই ঘুষ খেতে হবে বলে । সামুর অনেক বন্ধু ব্যাপারটা জেনেছিলেন । অনেক বন্ধু উপদেশ দিয়েছিলেন আপাততঃ জয়েন করার জন্য । কিন্তু আমি জয়েন করি নাই । অনেকে আমার উপর নাখোশ হয়েছিলেন, নানান ধরনের কথা বলেছিলেন ।
যাহোক, আমি আগামী সোমবার কেনিয়া চলে যাব জয়েন করার জন্য । তারপর ট্রেনিং বিভিন্ন জায়গাতে । আপাতত ঃ এর বেশী কিছু বলতে পারছিনা ।
সবাই আমার জন্য দোয়া করবেন ।
সময় পেলে সামুতে আসব ।
বন্ধুরা, তোমাদের সবাইকে অজস্র ধন্যবাদ আর শুভেচ্ছা ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




