পিকনিক এর আগের দিন সাদা মাটা দিন গেল। হটাৎ শুনি যে আগামিকাল কিনা পিকনিক আছে।“আল্লাহ্ ভাল জানেন পিকনিক কেমন হবে” এক কথা দুই কথা চিন্তা করে শেষ পর্যন্ত গেলাম পিকনিকে। প্রথম প্রথম খুব ভাল লাগে নাই কিন্তু পরে বাস এ ওঠার আগে সবার সাথে পরিচিত হবার পর এতটাই ভাল লেগেছে যে বর্ণনা করা কষ্টকর। প্রথম দেখা আর সবাই এতটা বন্ধুত্ব পরায়ন যে বিশ্বাস করা কঠিন। বিশ্বাস করুন আর নাই করুন সারাটা দিনের পিকনিকে আমি এই প্রথম এক মিনিটের জন্যেও একা অনুভব করিনাই। আমি খুবি খুশি যে আমি এমন একটা ব্লগের এমন একটা সিন্ডিকেট পাইলাম
সবাই কে আমার তরফ থেকে একটা বড় করতালি।
টাস টাস টাস !!!! (তালির শব্দ অনুভব করে নেন
বিঃদ্রঃ- আমারে কেউ আবার লুল বইলেন না।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




