![]()

১৯১৬ সালে তিনি নির্মান করলেন Carmen - Dec. 18, 1916, Burlesque on Carmen Essanay's long version - April 22, 1916, Police - May 27, 1916 । তিনি এ বছরই Mutual Films এর হয়ে কাজ শুরু করেন এখনে চলচ্চিত্রের আরেক আনন্য প্রতিভা গ্রিফিথ কাজ করতেন । এখনে কাজ ক্রতে এসে তার মধ্যে নতুন ভাবপ্রবনতা লক্ষ্য করা গেল । এখানে তিনি একে একে নির্মান করলেন, The Floorwalker - May 15, 1916, The Fireman - June 12, 1916, The Vagabond - July 10, 1916, One A.M. - Aug. 7, 1916(Chaplin near solo work), The Count - Sept. 4, 1916, The Pawnshop - Oct. 2, 1916, Behind the Screen - Nov. 13, 1916, The Rink - Dec. 4, 1916 ।
![]()
১৯১৭ সালেও তিনি অনেকগুলো চলচ্চিত্র নির্মান করেন, Easy Street -Jan. 22, 1917, The Cure - April 16, 1917, The Immigrant - June 17, 1917, The Adventurer - Oct. 22, 1917 । এর ভেতর The Cure ও The Immigrant চলচ্চিত্র দুটি দ্বারা চ্যাপলিন চলচ্চিত্র ইতিহাসে প্রথম বারের মত শিল্পি দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করলেন দেখালেন চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় ।
কিন্তু চ্যাপলিন নিজেকে হারিয়ে খুঁজলেন ১৯১৮ সালে, A Dog's Life - April 14, 1918, Shoulder Arms - October 20, 1918, The Bond - December 16, 1918 এই চলচ্চিত্র গুলোর মধ্যদিয়ে । তিনি এবার সিনেমার সংখ্যার তুলনায় সিনেমার গুনগত মানের দিকে দৃষ্টি দিলেন । এ বছরই চ্যাপলিন নিজের ভেতর ডুব দিয়ে মুক্তার মত তুলে আনলেন Shoulder Arms চলচ্চিত্রটি ।
![]()
...........চলবে


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


