
সিনেমার গল্প শুরু হয়েছে Salvatore 'Totò' Di Vita কে নিয়ে যে জানতে পারে Alfredo মারা গেছে । এর পর Totò' ফ্লাশ ব্যাকে তার জীবন কে দেখতে থাকে ।Cinema Paradiso সিনেমা হলের প্রতি শিশু Totò' এর আকর্ষন কিভাবে হলের projectionist (Alfredo) এর সাথে বন্ধুত্বে রূপ নেয়ে এবং Alfredo কিভাবে বিধবা মায়ের পুত্র নাছোড়বান্দা শিশু Totò' কে projectionist বানিয়ে ছাড়ে তাই সিনেমার প্রথম ভাগে আবর্তিত হয়েছে । এর পর হঠাৎ একদিন সিনেমা হলে আগুন লেগে যায় শিশু Totò' Alfredo কে কোন রকমে বাঁচাতে পারে কিন্তু Alfredo সারা জীবনের জন্য আন্ধ হয়ে যায় ।Cinema Paradiso বন্ধ হয়ে যায় পরে Chichio নামে একজন Cinema Paradiso আবার চালু করে, পুরো শহরে Totò' একমাত্র prjector চালাতে পারে বলে তার চাকরি হয়ে যায় । এরপর গল্প একলাফে 'Totò' এর যৌবনে চলে আসে যেখানে Totò' এর সাথে Alfredo এর হৃদ্যতা আরো বেড়েছে দেখানো হয় । এরপর 'Totò' হোম মুভি ক্যমেরা দিয়ে একজন ধনাঢ্য ব্যাংকার এর মেয়ে (Elena Mendola) এর shoot করে এবং প্রেমে পরে , প্রেমও হয়ে যায় কিন্তু Elena এর বাবার কারনে প্রেম হয়না ।

এরপর কাহীনি আবার বর্তমানে ফেরে । Alfredo এর মৃত্যু এর খবরে প্রায় ত্রিশ বছর পর 'Totò' শহরে ফেরে , দেখে শহর বদলে গেছে তার প্রিয় Cinema Paradiso ভেঙে ফেলা হচ্ছে । এরপর আর আমি বলবো না আপনারাই দেখে নিবেন সে আর Elena Mendola এর দেখা পেয়েছিল কিনা? Alfredo তার জন্য যে সিনেমার রিল রেখে গিয়েছিল সেটা কিসের? তবে বলতে পারি শেষ দৃশ্যে আপনাদের চোখে পানি আসবে ।
সিনেমার তিনটি version আছে ১৫৫ মিনিট (ইতালি), ১২১ মিনিট (যুক্তরাষ্ট্র), ১৭৪ মিনিট (ডিরেক্টর্স কাট) আমার মতে ডিরেক্টর্স কাটটা দেখাই ভাল অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন । এটি Oscar ও কান এ পুরষ্কৃত । ও ভাল কথা সিনেমার আসল নাম কিন্তু Nouvo Cinema Paradiso ।

Giuseppe Tornatore
Writing credits
Giuseppe Tornatore (story)
screenplay and collaborating writer
Giuseppe Tornatore
Vanna Paoli
Stars:
Philippe Noiret, Enzo Cannavale and Antonella Attili

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


