![]()
জীবন কি?
কতক গুলো রঙ্গিন পুরানো স্মৃতি
আর আরো কতক গুলো তৈরি করবার আকুতি ।

স্মৃতি কি ?
বেঁচে থাকবার অক্সিজেন
আবার কখনো মৃত্যু নামক মিথেন ।

মৃত্যু কি ?
কতক গুলো স্বপ্নের সমাপ্তি
আর আরো কিছু মানুষের স্বপ্ন ভঙ্গের আর্তি ।

স্বপ্ন কি ?
মন নামক বন্ধুর স্বরূপ দর্শন
আবার কখনো নিষিদ্ধ গন্ধম ফলের আকর্ষন ।

বন্ধু কি ?
বন্ধুর পথে সঙ্গ দেয়া সারথি
আর আরো কিছুদূর হেটে যাবার মানসিক শান্তি ।

শান্তি কি ?
পরম প্রত্যাশিত জীবন
অথবা জীবন থেকে মুক্ত থাকা আজীবন ।
জীবন কি ?
(আগ্রহী পাঠকরা আবার গোড়া থেকে শুরু করতে পারেন )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


