আজ অনেকদিন পর দেখা তোমার সাথে । ঠিক ১২ বছর আগে এমনই কোন এক বিকেলে পথে যেতে যেতে দেখা হয়েছিল আমাদের । একটু খানি হাসি , সাথে একটু খানি ভালোলাগা ।
একদিন কলেজে তোমাকে দেখে চমকে গিয়েছিলাম ।পরে জানলাম তুমিও একই কলেজে পড়ো , অন্য সেকশনে । একই কলেজে পড়ার সুবাদে দেখা হতো প্রতিদিনই । কিন্তু কথা হয়নি আমাদের কোনদিন ।
সেই থেকে আমার ভালোলাগার শুরু । তখন ভেবেছিলাম এ বুঝি শুধুই ভালোলাগা । কিন্তু দিন যতই যেতে থাকে , তোমার প্রতি এক অজানা আকর্ষণে জড়িয়ে পড়তে থাকে এই মন । কোনো এক অরুদ্ধ টানে মন ছুটে যেতে চাইত তোমার কাছে ।
কোনোদিন কথা হয়নি , তাই জানতামও না তোমার মনের কথাগুলো । এক সময় মনে হলো, আমি বোধ হয় কোনও এক মায়ার পিছনে ছুটে চলেছি । ছুঁতে চাইছি এমন এক মানুষকে যে হয়ত বা চিরকালই রয়ে যাবে ধরা-ছোঁয়ার বাইরে । কোনো এক অকারণ অভিমানে কোনদিন বন্ধুত্বের হাতটাও বাড়ানোও হয়নি ; জানা হয়নি বা জানানো যায়নি মনের অনুভূতিগুলোর কথা ।
কোনও এক গোধূলিতে কোনও এক কিশোরী মনে দোলা দিয়েছিলে তুমি। তুমি কি জানো , তোমার সেই একটুখানি হাসি সেইদিনের সেই কিশোরীর সারাজীবনের নীরব কান্না হয়ে রবে ?
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




