![]()
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে নিয়ে লিখেছেন তো অনেকেই- খ্যাতনামা ব্রিটিশ আমলা, কবির ঘনিষ্ঠ বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখেছেন 'কেউ ভুলেনা কেউ ভুলে ' , ইন্ডিয়ান কমুনিস্ট পার্টির পুরোধা ব্যাক্তিত্ব কমরেড মুজাফ্ফর আহমদ লিখেছেন -কাজী নজরুল ইসলাম: স্মৃতি কথা ; পরবর্তীতে আরো অনেকেই জাতীয় কবি কে নিয়ে কলম ধরেছেন। তবে হায়াৎ মামুদের বইটি যেন পূর্ববর্তী সকল বইয়ের নির্যাস। শব্দ চয়ন , বাক্য বিন্যাস, বর্ণনাভঙ্গি এক কথায় অপূর্ব - হায়াৎ মামুদ যে শক্তিমান লেখক সন্দেহ নেই। কিশোরদের জন্য লেখা হলেও বড়দের জন্যও বইটি সমান উপযোগী ও সুখপাঠ্য। আসানসোলের দুখু মিয়া নজরুল , সৈনিক নজরুল , বিপ্লবী নজরুল , প্রেমিক পুরুষ নজরুল , জাতীয় কবি নজরুল,নজরুল জীবনের ঘটনা প্রবাহ , জেল জীবন, তার জীবনে জড়িয়ে থাকা ঘনিষ্ঠ /বিখ্যাত লোকজন সব কিছুই তুলে ধরা হয়েছে এই বইয়ে ।
সাধারণত জীবনী গ্রন্থগুলি অতিরঞ্জন, অতিশায়ন এর দোষে দুষ্ট হয়। যার জীবনী লেখা হয় তাকে মহামানব হিসাবে দেখানো যেন লেখকের দায়িত্ব। তবে এই বইটি ব্যাতিক্রম - নজরুল চরিত্রকে মহিমা দেওয়া হয়েছে সন্দেহ নেই ,তবে কল্প-কাহিনী ছাড়াই ছাড়াই নজরুল জীবনী , তার দর্শন ও চিন্তা-চেতনা পাঠকের সামনে অপূর্ব ভঙ্গিতে বর্ণনা করা হয়েছে । ইসলামী গজল রচয়িতা নজরুল , শ্যামাসংগীত রচয়িতা নজরুল , ঔপন্যাসিক নজরুল - কত যে বিশেষণ নজরুল চরিত্রে প্রযোজ্য তার ইয়ত্তা নেই।
সন্তানদেরকে জাতীয় কবির সাথে পরিচিত করার জন্য , নিজে জাতীয় কবিকে ভালোভাবে জানার জন্য বইটি অবশ্যপাঠ্য।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৯ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




