আমি তো ভেসেই বেড়াই, ডেকেই দেখো, আসবোই তো।
তোমার ঐ ফুটপাথে দিন দোকান হয়ে ভাসবোই তো।
সকলেই জানুক সকাল হলেই সকাল দাঁড়িয়ে থাকে -
তোমার ঐ ফুটপাথে তে এই ভাসমান দোকানটাকে।
আমি তো ভেসেই বেড়াই ভালবাসায় দিনে রাতে।
শহরের একুল ওকুল ছাপিয়ে ওঠা ফুটপাথেতে।
তবুও সকাল হলে এখান থেকেই নোঙর তুলি,
সকলেই জানুক সকাল হলেই হেথায় দোকান খুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



