হরতালের চিত্র যদি এমন হত-
চারদিকে শান্তি বিরাজ করবে, হরতাল
সমর্থিত সবাই ভাল পোশাকে বের হবে ।
সবাই তাদের দাবি দাবা তুলে ধরতে সুন্দর
সুন্দর রঙিন ব্যানার ফেস্টুন ব্যাবহার
করবে । মজার মজার খাবারের রেসপন্সর
হবে তারা ।
এক পক্ষ অন্য পক্ষের সাথে আলোচনায়
বসত ,কুশল বিনিময় হত, আবার নিজেদের
সমস্যা গুল আলাপ আলোচনার
মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করত ।
পরিশেষে তারা তাদের ব্যাচ পিন
একে অপরকে পরায় দিত ।
এই বিশেষ দিন কে ঘিরে থাকবে ব্লাড
ডোনেট, শীতার্ত কিংবা দরিদ্রদের
মাঝে পোশাক বিতারন, পরিষ্কার পরি-
ছন্নতা কিংবা সমাজের বিভিন্ন
সেবা উন্নয়ন মূলক কাজ ।
সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ।
সরকারি দল ,বেসরকারি দল, আম
জনতা যে কেউ এ হরতাল ডাক দিতে পারবে ।
মাঝে মাঝে এমন হরতালের
কর্মসূচি দেওয়া হবে ।
.
.
.
ক্ষমতার লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় ।স্বপ্ন ময় দেশ গড়ার প্রত্যয় হয়ে পরে ক্ষমতা মুখি ।
যে পরিমাণ অর্থ এ সব অনৈতিক কাজে ব্যাবহার করা হয় তা যদি একটু ভাল কাজে ব্যাবহার করা যেত , তাহলে আজ কেউ তার প্রিয় জন কে হারাত না, ভাঙ্গা ভাঙ্গি জ্বালাও পড়াও হত না,
কেউ নতুন দার করানো ব্যবসায় ক্ষতির মুখ দেখত না । সুস্থ ভাবে বাসায় ফিরার স্বপ্ন নিয়ে রাস্তায় বের হত অভয়ে ।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




