দুর্ভিক্ষ জরা অথবা ক্ষরা নামুক
স্ববিরোধিতার উৎকৃষ্ট প্রমান আমি নিজেই
তাকিয়ে দেখুন, আমিই ব্যর্থতা।
কামনা ও ঐতিহ্যের উপর প্রতিষ্টিত বিশ্বাস যদি আপনাকে
চরম পর্যায়ে নিয়ে যায়, তবে বলুন আত্ম সঙ্ঘর্ষই একমাত্র সমাধান।
দুর্ভিক্ষ জরা অথবা ক্ষরা নামুক
মনোনিত ব্যক্তিরা নিজের কাছে দন্ডিত
আর মনে রাখবেন আপনার বেঁচে থাকার জন্য
চার পাশের লোকজনই দায়ী। তারপর ভাবুন
অশ্লিল কথা উচ্চারনকারী এবং প্রচারকারী উভয়ই পূণ্যবান।
দুর্ভিক্ষ জরা অথবা ক্ষরা নামুক
বুদ্ধিবৃত্তি যদি “পক্ষপাতমূলক অস্ত্র” হয় তবে
আপনি নিজেকে অবিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভাবুন
প্রতিটি হত্যার পেছনে একশ একটা কারণ দেখান
লক্ষ্য করবেন পক্ষে বিপক্ষে কোন মন্তব্যও শুনছেন না।
চরম অসস্থি নিয়েও বেঁচে থাকার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
দুর্ভিক্ষ জরা অথবা ক্ষরা নামুক
আমি অদ্ভুত সব হেয়ালিতে নিজের ভাল লাগাকে হত্যা করা মানুষ
প্রাতশক্রিয়ার কথা নিশ্চয়ই আপনি কাউকে বলবেন না।
ওম..., এমনই আমার ভাবাবেগ।
যে সারারাত মেয়ে মানুষের কথা চিন্তা করে আর দুপুর অব্দি নাক ডেকে ঘুমায়।
আমি অস্বীকার করছি না যে আমি অনুভুতিপ্রবন।
প্রতি ভালবাসার পক্ষে বলছি।
সে দিন লক্ষ্য করলাম সচেতন ভাবে নিজের চুল নিজেই ছিড়ছি।
আঙ্গুলের গেরো ধরে টান মারছি
হামান্দিস্তা দিয়ে নিজের দাঁত নিজেই গুড়িয়ে দিচ্ছি
রক্তস্নাত থুতু ছিটিয়ে দিচ্ছি নিকট আত্নিয়দের গায়ে।
সকল ভাবাবেগের উপর করাৎ চালিয়ে আমি এখন চৌকশ হন্তারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



