ভেবেছিলাম তোমার কোলে মাথা রেখেই দেখে ফেলব
পৃথিবীর শ্রেষ্ঠতম স্বপ্নটি।
তুমি কহ নারী; নদীর কোন কোন পার ছুঁয়ে
গেছে তোমার বাড়ী। নামতায় কতটা দক্ষ তুমি,
মেঘ বৃষ্টির সমীকরণ কি বুঝে গিয়েছ?
আমিই প্রথম তোমাকে বিশাল এক বৃক্ষ হয়ে যেতে দেখলাম
অথচ, কথা দিয়েছিলাম ঘুমানোর সাথে সাথেই
স্বপ্ন দেখব, বৃক্ষ ছুঁতে গিয়ে কখনো দুঃখ ছুবনা।
বানান করে মুখস্থ করে ফেলব সপ্তাহের সাতটি দিন।
তোমাকে ও ছুবনা কালিমা ও ছুবনা।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



