আমার ডানে সমুদ্র, বায়ে উপরে নিচেও সমুদ্র
পৌরাণিক চিন্তা স্রোত, নাগালের বাইরে তৃতীয় চোখ
হাজারে হাজারে জোড়া চোখ বেয়ে নামে কান্নার স্রোত।
লিখে রাখুন সে সমুদ্রের নামে বাংলাদেশ, সমূহ আঘাত
এতে কার হাত, এটা কার হাত।
কালো চোখের রূপসী, দীঘল কেশী
নির্ঝঞ্জাট ছোটখাটো নির্বিবাদী, নদীর পাড়ে তার ঈশকুল বাড়ী
এবেলা ও বেলা আসা যাওয়া, ঘোমটা এটে নত মুখে বাড়ী ফেরা
লিখে রাখুন সে নারীর নাম বাংলাদেশ, সমূহ কান্না
এতে কার হাত, এটা কার হাত।
সে নারীর ভাষা উনিশ পাঁচ দুই
সে নারী জেগে উঠে উনিশ ছয় নয়
সে নারীর স্বাধীনতা উনিশ সাত এক
লিখে রাখুন সে নারীর নামে বাংলাদেশ, সমূহ ক্রোধ
এতে কার হাত এটা কার হাত।
আমার ঠিকানায় বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন, শেখ মুজিব রোড, পূর্ব পাকিস্তান কেটে দিয়ে লিখা আছে বাংলাদেশ।
আপনি এও লক্ষ্য করবেন অফিস বাজার আদালত এবং বউয়ের সাথে আমি এখন তিন বেলা বাংলায় কথা বলি।
১০/১২/২০০৭
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



