কিছু Business Meeting থাকে Formal আর কিছু থাকে কিছুটা Casual. এগুলোর উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের A&M University এর Center for retailing studies একটি Basic Guideline প্রকাশ করেছিল যার নাম ছিল “Basic Guideline for both Business Professional and Business Casual Attire ”.
এর উপর ভিত্তি করেই এই লেখা। অনেক ক্ষেত্রে আমি আমার নিজের অভিমত থেকেও লিখেছি। গাইডলাইন-টিতে Men and women উভয় এর জন্য guideline ছিল। আমাদের দেশের context এ মেয়েদের পোষাক অবশ্য এখনও ঐ গাইডলাইন অনুযায়ী Follow করা সম্ভব না বেশিরভাগ ক্ষেত্রে । তাই প্রধানত ছেলেদের পোষাক নিয়ে আলোকপাত করলাম।
Business Casual Attire
Coat and Shirt- Casual Meeting হলে একটি casual blazer এর সাথে একটি Button down shirt পরতে পারেন। shirt টি হতে পারে হালকা stripe এর। যদি shirt হয় হালকা রং এর, তাহলে কোটটি হবে গাঢ় রং এর অর্থাৎ contrast.
শার্ট এর রং হতে পারে হালকা অফ হোয়াইট কিংবা সাদার উপর স্ট্রাইপ, আকাশী ইত্যাদি। কোট হতে পারে ধুসর, নেভী ব্লু কিংবা সবুজ।
প্যান্ট হবে অবশ্যই শার্ট এবং কোট এর সাথে মানানসই।
এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন Neutral color যেমন black, ash কিংবা brown.
পুরুষের জুতা অবশ্যই হতে হবে Business shoe. কোন Funky shoe পরা যাবে না। Business shoe যেন properly polished হয় এবং খুব বেশি হাই হিল না হয়। মোজা অবশ্যই হবে Dark Color. বেল্ট এর রং যেন জুতার রং এর সাথে মেলে, অর্থাৎ জুতা চকলেট রং এর হলে বেল্টও তাই । ঘড়ি হতে পারে সোনালী বা সিলভার চেইন এর। বেল্ট এর ঘড়ি পরলে তা হবে জুতা এবং বেল্ট এর সাথে মিল রেখে।Moneybag এও মিল রাখা যেতে পারে সম্ভব হলে কিন্তু খুব দরকার নেই, কারণ এটি কেউ দেখছে না। এছাড়া থাকতে পারে Wedding Ring ।
Business Casual Meeting এ টাই Important নয়। না পরলেই বরং ভাল লাগবে।
Business Professional Attire
Suit – এক্ষেত্রে Suit must । তা হতে পারে black, navy blue or grey. কিন্তু কোনমতেই সাদা কিংবা মেরুন এরকম রং এর না। Suit টি single breasted suit হলে ভাল হয় (ছবি দেখুন)
Shirt- Shirt plain সাদা হলে ভাল হয়। সাথে অবশ্যই টাই থাকবে। টাই যদি লম্বা হয়, তবে ডাবল নট ভাল হবে, টাই যদি ছোট হয়, তবে সিংগেল নট ভাল। টাই এর রং লাল বা মেরুন হলে ভাল হয়।
জুতা হওয়া উচিত ফিতাওয়ালা। এছাড়া বাকিসব Business Casual Attire এর মত ।
Tips to remember
- অবশ্যই clean shaved (যদি দাড়ি না থাকে) হতে হবে, নখ কাটা,চুল আঁচড়ানো থাকতে হবে
- হালকা perfume দেয়া যেতে পারে (কোনক্রমেই খুব উগ্র কোন fragrance ব্যবহার করা যাবে না )
- Casual Meeting এ Mobile Phone অন থাকতে পারে, কিন্তু রিং টোন যেন হয় ভদ্র, কোন সিনেমার গান কিংবা Funny রিং টোন না থাকাই ভাল। Professional Meeting এ Mobile Phone Silent রাখাই ভাল।
- বুক পকেটে একটি কলম (অবশ্যই সস্তা কোন বলপয়েন্ট না) রাখা যেতে পারে,সাথে ছোট একটি নোট প্যাড।
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


