বৃষ্টিতে ভিজে ভেবেছি ছাতাটা কিনবোই
আকাশকে দেখে বৃষ্টির মেঘ চিনবোই
ছায়ার মেঘেরা আমার শিয়রে ঝুলবে
কোমল আরাম সুশীতল ফুল তুলবে
নীলের হৃদয়ে স্বপ্নের বাসা বুনবোই
তারকার মুখে জোছনার কথা শুনবোই
কী করে মেঘেরা আকাশের বুকে জমছে
কেন যে রুপালি চাদিমার রাত কমছে
ভোরের শরীরে উত্তাপ কেন জাগছে
আমার আমিকে লুকাতে ছাতাটা লাগছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



