প্রিয় মডারেটর,
গতকালকে আমি একটি পোস্ট লিখেছিলাম Click this link এবং এটি সংকলিত পাতায় প্রকাশিত হয়েছিল। কিন্তু পরবর্তিতে আপনারা প্রথম পাতা থেকে আমার পোস্টটি সরিয়ে দিয়ে একটি নোটিশ পাঠিয়েছেন এবং আমার স্ট্যাটাস নামিয়ে দিয়েছেন।
কোনো ব্যক্তিকে আক্রমন করা আমার উদ্দেশ্য ছিল না, আমি শুধুমাত্র প্রতিবাদ করতে চেয়েছিলাম ধর্ম নিয়ে একজনের চরম অনৈতিকভাবে ব্যবহার করার উদ্দেশ্যের বিরূদ্ধে। আমি কোনো অশালীন ভাষা ব্যবহার করিনি।
আমার জানা নেই এটা আপনাদের নীতিমালায় আছে কিনা যে; কোনো প্রভাবশালী, ক্ষমতাবান বা সমাজের উচুস্তরের কোনো ব্যক্তি যদি বড় ধরনেরও নৈতিকতা বিবর্জিত কিছু করেন, সেটারও শালীনভাবে প্রতিবাদ এখানে করা যাবে না। অথবা এই প্রতিবাদ আপনারা সমর্থন করেননি এবং এটা আপনাদেরও বিরূদ্ধে গিয়েছিল।
এধরনের কিছু যদি হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে জানান, আমি পোস্ট উঠিয়ে নেব, এবং বিনিময়ে আপনারা আমার সেইফ স্ট্যাটাস ফিরিয়ে দিতে ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




